মালদা দক্ষিণে ত্রিমুখী লড়াই! জেনে নিন প্রার্থীদের পোর্টফোলিও

দক্ষিণ মালদহ

Updated By: Apr 21, 2019, 06:07 PM IST
মালদা দক্ষিণে ত্রিমুখী লড়াই! জেনে নিন প্রার্থীদের পোর্টফোলিও
ফাইল চিত্র

 

দক্ষিণ মালদহ

মহম্মদ মোয়াজ্জেম হোসেন, তৃণমূল কংগ্রেস

বয়স- ৬৩ বছর
ঠিকানা-

এলাহিটোলা, ভগবানপুর, মালদহ

আয় -

মোয়াজ্জেম-১১৬০৬৬০ (২০১৭-১৮), ২৪৫৯১৭০ (২০১৩-১৪)

স্ত্রী- ৩৮৪৩০ (২০১৭-১৮), ২৪১৯৯৩ (২০১৩-১৪)

অপরাধ-

নেই

হাতে নগদ-

মোয়াজ্জেম- ১৮৫০০টাকা, স্ত্রী- ৮০০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

মোয়াজ্জেম- ১৭৯৪৬১৫.৭৮ টাকা, স্ত্রী- ১১০৩৯৯৪ টাকা

স্থাবর-

মোয়াজ্জেম- ১০১৭৫০০০ টাকা, স্ত্রী- ৫০০০০০ টাকা

ঋণ নেই
শিক্ষা-

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ও চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতাল থেকে ডিজিও

পেশা

অবসরপ্রাপ্ত রেলকর্মী

 

 

শ্রীরূপা মিত্র চৌধুরী, বিজেপি

বয়স- ৫৪ বছর
ঠিকানা-

দক্ষিণ বালুচর বাততলা, ইংরেজবাজার, মালদহ

আয় -

শ্রীরূপা- ৫০ (২০১৭-১৮), ১,৮২,৫০০ টাকা(২০১৩-১৪)

স্বামী- ২৫৩২২২৩টাকা (২০১৭-১৮), ১৮১২১০৭টাকা (২০১৩-১৪)

অপরাধ-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ায় অভিযুক্ত৷ রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের হয়৷ আলিপুর পুলিস আদালতে মামলা চলছে৷

হাতে নগদ-

শ্রীরূপা- ১০০০০ টাকা, স্বামী-২৫০০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

শ্রীরূপা- ৬৩৪৮০০ টাকা, স্বামী- ৯৪৯৮১৩৯.০৯ টাকা

স্থাবর-

শ্রীরূপা- নেই স্বামী- নেই

ঋণ নেই
শিক্ষা-

এমএ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

পেশা

সমাজসেবা

 

 

আবু হাসেম খান চৌধুরিকংগ্রেস

বয়স- ৭২ বছর
ঠিকানা-

গ্রাম- শাহজালালপুর, পোস্ট- কোতোয়ালি, থানা-ইংরেজবাজার, জেলা মালদহ

আয় -

আবু হাসেম - ৬০০০০০ টাকা (২০১৭-১৮), ৬৮২১৬০ টাকা (২০১৩-১৪)

অপরাধ-

নেই

হাতে নগদ-

আবু হাসেম- ১০০০০০ টাকা, স্ত্রী-৭০০০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

আবু হাসেম- ২৩৯৯৬৯১ টাকা, স্ত্রী- ১০৯২৯৭২৯৯ টাকা (আনুমানিক)

স্থাবর-

আবু হাসেম- ৯৪১৫৬০০টাকা, স্ত্রী- ১৪৯৮৪৬৯৩০ টাকা (আনুমানিক)

ঋণ ৭২৮১০৭ টাকা
শিক্ষা-

ব্রিটেনের নর্থ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে লেদার টেকনলজি পড়েছেন ও কানাডার টি ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল পিএইচডি করেছেন৷

পেশা

ব্যবসা ও সমাজসেবা

.