Kalaikunda| IAF: কলাইকুণ্ডায় এবার ভেঙে পড়ল বায়ুসেনার বিমান!
অল্পের জন্য প্রাঁণে বাঁচলেন বিমানবাহিনী ২ পাইলট। আতঙ্ক ছড়াল খড়গপুরে।
সৌরভ চৌধুরী: ফের দুর্ঘটনা কলাইকুণ্ডায়। এবার ভেঙে পড়ল বায়ুসেনার বিমান! অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানবাহিনী ২ পাইলট। আতঙ্ক ছড়াল খড়গপুরে।
আরও পড়ুন: Bank Fraud: কারও অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার, কারও গায়েব কয়েকশো, তোলপাড় ব্যাঙ্ক
স্থানীয় সূত্রের খবর, ঘড়িতে তখন সাড়ে তিনটা। এদিন দুপুরে খড়গপুরের দিয়াসা এলাকার মুরকুনিয়া গ্রামের ধানজমিতে ভেঙে পড়ে বিমানটি। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর তাঁরা দেখেন, ওই বিমান থেকে প্যারাসুটে চেপে নেমে আসছেন ২ পাইলট। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার আধিকারিকরা।
One Hawk trainer aircraft of the Indian Air Force met with an accident at Kalaikunda, West Bengal today during a training sortie. Both the pilots ejected safely.
A Court of Inquiry has been constituted to find out the cause of the accident. No loss of life or damage to civilian…— Indian Air Force (@IAF_MCC) February 13, 2024
মহড়া চলাকালীন কীভাবে দুর্ঘটনা? বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্দিষ্ট কোনও কারণ জানা গেলে, প্রকাশ করা হবে।
ব্যবধান মাত্র একদিনের। কলাইকুন্ডা এয়ার ফোর্সের ফাইটার জেট থেকে ছোড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে আছড়ে পড়ল সাঁকরাইল ব্লকের চামটি ডাঙা গ্রামের চাষের জমিতে। জমিতে ছিঁড়ে পড়েছিল ৩৩ হাজার ভোল্টের তার। ভষ্মীভূত হয়ে গিয়েছিল মিনি সাবমার্সিবল। কেউ অবশ্য হতাহত হয়নি। কবে? গতকাল, সোমবার।
আরও পড়ুন: Malbazar News: খাটিয়া কাঁধে শ্মশানের পথে! মৃত হিন্দু মহিলার সৎকারে মুসলিম যুবকরা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)