ওয়েসির সঙ্গে বৈঠক; বাংলা লড়বে মিম, রাজ্যে ফিরে জানালেন দলের নেতা

জামিরুল আরও বলেন, বাংলায় লড়ার লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। এখানকার পরিস্থিতি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে

Updated By: Dec 14, 2020, 11:34 PM IST
ওয়েসির সঙ্গে বৈঠক; বাংলা লড়বে মিম, রাজ্যে ফিরে জানালেন দলের নেতা

নিজস্ব প্রতিবেদন: বিহার নির্বাচনে ভালো ফল করার পরই  অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলেমিন(AIMIM) প্রধান ঘোষণা করেছিলেন, এবার মিম আসছে বাংলায়। লড়াই করবে বিধানসভা নির্বাচনে। সেই লক্ষ্যেই সোমবার হায়দরাবাদ থেকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ফিরলেন বাংলায় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা জামিরুল হুসেন।

আরও পড়ুন-অচিরেই কলকাতা থেকে সরাসরি দিল্লিগামী বিমান  সপ্তাহে প্রত্যেকদিনই!

কয়েকদিন আগেই দলের কয়েকজন নেতা তৃণমূলে যোগদান করেছেন বলে ঘাসফুল শিবিরের দাবি। তার পরেও বাংলা নিয়ে মিম-এর পরিকল্পনা কী! জামিরুল বলেন, বাংলায় বিধানসভা নির্বাচনে লড়াই করবে মিম। একথা দলের প্রধান আগেই বলে দিয়েছেন। রাজ্য় নিয়ে তাঁর একাধিক পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন-'সবটা মিথ্যে, ১ শতাংশ কাজ,' তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা বিজেপির ফেল কার্ড!

জামিরুল আরও বলেন, দলের প্রধান আসাদউদ্দিন ওয়েসির সঙ্গে বৈঠক হয়েছে। বাংলায় লড়ার লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। এখানকার পরিস্থিতি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। রাজ্য়ের বিভিন্ন জায়গায় প্রার্থী দেবে মিম। অন্যান্য রাজ্যের নেতারা বাংলায় প্রচারে আসবেন।

.