জমি বিবাদে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দেগঙ্গা

জমি বিবাদে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। সকাল থেকে হাদিপুর ঝিকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে ব্যাপক বোমাবাজি। জখম দুজন হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিসবাহিনী। তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে ২০টি তাজা বোমা। অভিযোগ, জমির দখল নিতে স্থানীয় বাসিন্দা কাদের মোল্লার ওপর চড়াও হয়ে মারধর করে পঞ্চায়েত সদস্য রেজ্জাক মোল্লা ও তার ভাই। প্রতিবাদ জানালে গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনার আতঙ্কে স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে ওঠা গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন রেজ্জাক মোল্লা ।

Updated By: Jun 20, 2017, 08:37 PM IST
জমি বিবাদে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দেগঙ্গা

ওয়েব ডেস্ক: জমি বিবাদে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। সকাল থেকে হাদিপুর ঝিকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে ব্যাপক বোমাবাজি। জখম দুজন হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিসবাহিনী। তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে ২০টি তাজা বোমা। অভিযোগ, জমির দখল নিতে স্থানীয় বাসিন্দা কাদের মোল্লার ওপর চড়াও হয়ে মারধর করে পঞ্চায়েত সদস্য রেজ্জাক মোল্লা ও তার ভাই। প্রতিবাদ জানালে গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনার আতঙ্কে স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে ওঠা গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন রেজ্জাক মোল্লা ।

ছুটির দিনে বেশি ঘুমে লাভের থেকে ক্ষতি বেশি

.