কালিম্পংয়ে বাগ্রাকোটে আগুনে পুড়ল বাড়ি-গাড়ি

Updated By: Aug 1, 2017, 12:51 PM IST
কালিম্পংয়ে বাগ্রাকোটে আগুনে পুড়ল বাড়ি-গাড়ি

ওয়েব ডেস্ক: পাহাড়ের তাণ্ডব ফের সমতলে। কালিম্পংয়ে বাগ্রাকোটে আগুনে পুড়ল বাড়ি। গাড়ি। ভাঙচুর করা হয়েছে আরও কয়েকটি বাড়িতে। গতকাল গভীর রাতে বাগ্রাকোটের কয়লা কাম্পানি এলাকায় হামলা চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি বাড়ি, দুটি ট্রাক, একটি গাড়ি ও বাইক। ভাঙচুর করা হয়েছে অন্য একটি বাড়িও। পুড়ে যাওয়া বাড়ির মালিকের অভিযোগ মোর্চা সমর্থকরা হামলা চালিয়েছে।  মোর্চার তরফে বলা হয়ছে বনধ্ অগ্রাহ্য করে গাড়ি চালানো ঝামেলার সূত্রপাত।

অন্যদিকে, ভুয়ো নিয়োগপত্র নিয়ে প্রাথমিক স্কুলে যোগ দিতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। মালদা প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যান আশিস কুণ্ড জানিয়েছেন,তিরিশ জুলাই পাণ্ডুয়া সার্কেলে ভুয়ো নিয়োগপত্র নিয়ে একজন স্কুলে যোগ দিতে এসেছিলেন।  চক্রের হদিস পেতে গোটা ঘটনার তদন্ত করছে পুলিস।

.