WB Assembly Election 2021: 'বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না`, প্রথম দফা ভোটের দিনেই কমিশনের দ্বারস্থ TMC

এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যান তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনরা। 

Updated By: Mar 27, 2021, 03:32 PM IST
WB Assembly Election 2021: 'বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না`, প্রথম দফা ভোটের দিনেই কমিশনের দ্বারস্থ TMC

নিজস্ব প্রতিবেদন: শনিবার প্রথম দফা ভোটের শুরুতেই কমিশনের দ্বারস্থ তৃণমূল। বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, কমিশনে গিয়ে এমনই নালিশ জানালেন তৃণমূলের নেতারা। বহিরাগতদের বুথে ঢুকিয়ে ভোট করানোর অভিযোগের পাশাপাশি সিআরপিএফ-এর বিরুদ্ধেও প্রথম দফার ভোটে রাজ্যের একাধিক কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছেন তৃণমূলের প্রতিনিধি দল। 

এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যান তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনরা। তাঁদের দাবি, পোলিং এজেন্ট নিয়ে কমিশনের যে নয়া নিয়ম, তা বদল করতে হবে। আজ  প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই চলছে ভোট।  এরই মধ্যে জঙ্গলমহলের চার জেলার তেইশটি আসনে ভোটগ্রহণ চলছে। পূর্ব মেদিনীপুরের সাতটি আসনে ভোটগ্রহণ।

আরও পড়ুন: WB Assembly Election 2021: Soumendu-র কেশ স্পর্শ করতে পারবে না ওরা, রামগোবিন্দকে কড়া ডোজ দিয়ে দেব, হুঙ্কার Sisir-এর

প্রথম দফার ভোটে ১৫টি কেন্দ্রে ভোটারদের সিআরপিএফ প্রভাবিত করছে বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এদিন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেন, "বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। বহিরাগতরা অবাধে ঢুকে পড়ছে। ১৫টি কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ।" 

.