Arjun House Bombing: ফের অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি, ভাটপাড়ায় উত্তেজনা

আগের বোমাবাজির ঘটনার তদন্তে আজই বিজেপি সাংসদের বাড়িতে যেতে পারে NIA।

Updated By: Sep 14, 2021, 11:10 AM IST
 Arjun House Bombing: ফের অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি, ভাটপাড়ায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদন: ফের অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি। মঙ্গলবার সকালে বিজেপি সাংসদের বাড়ির পিছনের দিকে বোমাবাজি হয়। পুলিসি ঘেরাটোপ এবং সিসি ক্য়ামেরা থাকার পরেও কীভাবে অবাধ বোমাবাজি হয়? উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ এই বোমাবাজির ঘটনাটি ঘটে। অর্জুন সিংয়ের বাড়ির পিছনের দিকে বোম মারে দুষ্কৃতীরা। বোমের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে ওঠেন এলাকাবাসী। তখন বাড়িতে পুলিস মোতায়েন ছিল। কিন্তু তারপরেও বোমা মারার সাহস দেখায় দুষ্কৃতীরা। এখানেই উঠছে প্রশ্ন। পুলিস নিরাপত্তায় থাকা অবস্থায় কীভাবে বোমাবাজির ঘটনা ঘটতে পারে? প্রশ্ন বিরোধীদের। ইতিমধ্য়ে ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিস।

আরও পড়ুন: Weather Today: ভারী বৃষ্টিতে আজও ভাসবে বাংলা, উপকূলে জারি সতর্কতা

আরও পড়ুন: Jagannath Tarka Panchanan: রবার্ট ক্লাইভ তাঁর কাছে সংস্কৃত শিখেছেন!

অন্যদিকে আগের বোমাবাজির ঘটনার তদন্তে মঙ্গলবারই বিজেপি সাংসদের বাড়িতে যেতে পারে NIA। গত ৮ সেপ্টেম্বর অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি হয়। ওই বাড়িতেই থাকেন অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। ফলে প্রশ্ন ওঠে সাংসদ-বিধায়কের নিরাপত্তা নিয়ে। এদিন বোমা মারা হয় বাড়ির দেওয়ালে। ওই বোমাবাজির ঘটানায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। ঘটনার সময় বাড়িতে ছিলেন না অর্জুন সিং। তিনটি বোমা মেরে পালায় দুষ্কৃতীরা। ওই ঘটনার পর একটা প্রাথমিক তদন্ত শুরু করেছিল NIA। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ওই ঘটনার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। 

.