এই দায়িত্ব গোলাপের পাপড়িতে বসার নয়, কাঁটা চেয়ারে বসে কাজ করার : ফিরহাদ
তিন ধাপে শেষ করা হল শপথ (Oath) গ্রহণের পালা। কিন্তু কে কোন দায়িত্ব পাবেন তা আজ নবান্নে বৈঠকের পরই জানা যাবে।
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata bandhyapadhya) পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নিলেন আজ (সোমবার)। কোভিডের কারণে অনাড়ম্বর আয়োজনে মাত্র ৬ মিনিটেই শেষ করা হল অনুষ্ঠান। সোমবার রাজভবনে এসে শপথ (Oath) নিলেন ৪০ জন মন্ত্রী। আর ৩ জন ভার্চুয়ালি শপথ নিলেন। তিন ধাপে শেষ করা হল শপথ (Oath) গ্রহণের পালা। কিন্তু কে কোন দায়িত্ব পাবেন তা আজ নবান্নে বৈঠকের পরই জানা যাবে।
আরও পড়ুন: করোনা-কালে মাত্র ৬ মিনিটেই শপথ, দেশের মধ্যে এই প্রথম ভার্চুয়াল শপথগ্রহণ
ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ (West Bengal Minister Oath) নিলেন ২৪ জন, তার মধ্যেই রয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন শপথ গ্রহণের পর তিনি Zee 24 Ghanta-কে বলেন, ''এই দায়িত্ব আনন্দ উল্লাসের দায়িত্ব নয়। এই দায়িত্ব লড়াইয়ের দায়িত্ব। এই দায়িত্ব পূরণ করতে করতে হয়ত অনেকেই বাঁচব না। কিন্তু লড়াইটা করে যেতে হবে। কারণ কেন্দ্র ও প্রধানমন্ত্রীর অপদার্থতা রুখতে লড়াই করতে হবে। আজ সারা ভারতবর্ষ শশ্মানে পরিণত হয়েছে। সেখান থেকে বাংলাকে বাঁচাতে হবে। যতটা সম্ভব আমাদের লড়াই করে আটকাতে হবে। সেই কাজটার জন্যই এই দায়িত্ব। এই দায়িত্ব গোলাপের পাপড়িতে বসার দায়িত্ব নয়। কাঁটা চেয়ারে বসে কাজ করার দায়িত্ব। রাজ্যে যে প্রতিহিংসা চলছে তার জন্য রাজ্যপাল (Jagdeep Dhankhar) দায়ী''।
আরও পড়ুন: বিদায়ী মন্ত্রিসভার সদস্য, অথচ এবার আর মন্ত্রী হওয়া হল না, দেখে নিন সেই তালিকা