Madhyamik 2022: সোমবার শুরু প্রথম বড় পরীক্ষা, টুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সোমবার বেলা ১১.৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য পড়ুয়ারা সময় পাবে ১৫ মিনিট। দুপুর ১২টা থেকে শুরু করা যাবে উত্তর লেখা। পরীক্ষা শেষ হবে বিকেল ৩টেয়। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ৪ হাজার ১৫৪টি। প্রথমদিন পরীক্ষা শুরু হবে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে।

Updated By: Mar 7, 2022, 10:05 AM IST
Madhyamik 2022: সোমবার শুরু প্রথম বড় পরীক্ষা, টুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা। সোমবার শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। 

২০২২-এর মাধ্যমিক পরীক্ষা খাতায় কলমে হবে এমন সিদ্ধান্ত আগেই নিয়েছিল পর্ষদ। কিন্তু ওমিক্রনের দাপট বাড়ায় সংশয় তৈরি হয় হলে গিয়ে পরীক্ষা দেওয়ার বিষয়ে। সংক্রমণ কমায় দূর হয় সেই আশঙ্কা। কোভিড এড়িয়ে এবং নকল রুখে, সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার পরীক্ষায় নামছে পর্ষদ। সেই কারনেই পর্ষদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে বেশ কিছু নিয়ম।  

কোভিডের পরে যেহেতু হচ্ছে এই পরীক্ষা তাই পর্ষদের তরফে সবরকম কোভিড বিধি মানার ক্ষেত্রে রাখাহচ্ছে করা নজর। একই সঙ্গে নকল রুখতেও কড়া পদক্ষেপ নিচ্ছে তারা। 

কোভিদের জন্য গত বছর বন্ধ ছিল পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা। এই বছর পরীক্ষা কেন্দ্রে গিয়ে খাতায় কলমে পরীক্ষা দেবে পড়ুয়ারা। কোভিড আবহের পরে সবথেকে বড় পরীক্ষার প্রস্তুতি পর্ষদের। এই বছর মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এরমধ্যে ছাত্র ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী ৬ লক্ষ ৩৬ হাজার ৮০৪ জন। গতবারের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ হাজার। 

সোমবার বেলা ১১.৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য পড়ুয়ারা সময় পাবে ১৫ মিনিট। দুপুর ১২টা থেকে শুরু করা যাবে উত্তর লেখা। পরীক্ষা শেষ হবে বিকেল ৩টেয়। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ৪ হাজার ১৫৪টি। প্রথমদিন পরীক্ষা শুরু হবে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে। 

আরও পড়ুন: Madhyamik 2022: পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার আতঙ্ক? কাটোয়ায় আত্মঘাতী কিশোর

করোনা সংক্রমণ কমলেও নির্মূল হয়নি কোভিড। সেই কারনে কোভিড বিধি বিষয়ে সতর্ক পর্ষদ। জারি করা হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক, থাকতে হবে স্যানিটাইজার।  প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে আইসোলেশন রুম। এছাড়াও অভিভাবককদের পরিক্ষাকেন্দ্রে ঢোকার উপর থাকবে বিশেষ নজরদারি। 

পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে পর্ষদ। এবারেও মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না পরিদর্শকরা। এছাড়াও পরীক্ষা শুরুর পরে প্রথম একঘণ্টা শৌচালয়ে যাওয়ায় জারি আছে নিষেধাজ্ঞা। প্রয়োজন অনুযায়ী এলাকাভিত্তিক ইন্টারনেট বন্ধ থাকার সম্ভাবনাও রয়েছে।        

 

এই বছরের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, "২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা। এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আত্মবিশ্বাসী থেকো, সাফল্য তোমরা পাবেই। এত বড় কাজে সকলের সাহায্যের আবেদন জানাই। আমার প্রিয় শিক্ষার্থীদের শুভকামনা।"  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.