১৪ দিনের জেল হেফাজত সাহিদের, 'টিএমসিপি ছাড়ছেন না', জানালেন নির্যাতিতা ছাত্রী
নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন, এরপরেও টিএমসিপি করবেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : রিষড়া বিধান কলেজে ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত সাহিদ হাসানকে ১৪ দিনের জেল হেফজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার শ্রীরামপুর আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত সাহিদ হাসান। আদালতে জামিনের আবেদন করেন সাহিদের আইনজীবী। কিন্তু সেই আবেদন নাকচ করে দেন বিচারক।
কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, মারধরের ঘটনায় বৃহস্পতিবারই সাহিদের বিরুদ্ধে মামলা রুজু হয়। ৩৫৪, ৩৫৪এ, ৩২৩, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে। এরপরই শুক্রবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত সাহিদ হাসান।
অন্যদিকে, আদালতের জেল হেফাজতের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্যাতিতা ছাত্রী বারংবার তাঁর নিরাপত্তার দাবি জানান। একইসঙ্গে তিনি বলেন, ভালোভাবে কলেজ গিয়ে পরীক্ষা দিতে চান তিনি।
আরও পড়ুন, কলেজের মধ্যেই শারীরিক সম্পর্ক করতে চাইত, চাঞ্চল্যকর অভিযোগ বিধান কলেজের নির্যাতিতা ছাত্রীর
প্রসঙ্গত, এদিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করেন ওই নির্যাতিতা ছাত্রী। সে প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই ওই ছাত্রী জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি সন্তুষ্ট। পাশাপাশি জোর গলায় এটাও বলেন যে এরপরেও টিএমসিপি করবেন তিনি।