করোনার জের, অনলাইনেই পরীক্ষা নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছিল ছাত্রছাত্রীরা বাড়ি বসেই পরীক্ষা দিতে পারবে।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Sep 15, 2020, 11:58 PM IST
করোনার জের, অনলাইনেই পরীক্ষা নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথেই হাঁটল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। করোনা আবহে রবীন্দ্রভারতীতেও সব পরীক্ষা হবে অনলাইনেই। এমনটাই জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি জানানো হয়েছে, বেশিরভাগ বিষয়েই ওপেন বুক সিস্টেমে টেস্ট হবে। কিছু ক্ষেত্রে MCQ. প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। তবে সবটাই অনলাইনে। ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর হবে পরীক্ষা। 

আরও পড়ুন:  রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত ৩,২২৭ জন; মৃত ৫৮

কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছিল ছাত্রছাত্রীরা বাড়ি বসেই পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে উত্তর লেখার জন্য পুরো ২৪ ঘণ্টা সময় পাবেন ছাত্রছাত্রীরা। তাঁদের প্রশ্নপত্র দেওয়া হবে হোয়াটসঅ্যাপ এবং ই-মেইলে। করোনা পরিস্থিতিতে ইউজিসির নির্দেশিকা মেনে পরীক্ষা নিতেই এই ব্য়বস্থা নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এও জানানো হয় পুজোর আগেই পরীক্ষা এবং ফল প্রকাশ করা দেওয়া হবে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার সেই পথেই হাঁটল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।    

.