Abhishek Banerjee: নবজোয়ারেও ব্যালট লুঠ! 'আবার ভোট নেওয়া হবে', জানালেন অভিষেক
'যদি কেউ ভাবে গায়ের জোরে, ব্য়ালট বাক্স ভেঙে, নিজেদের নাম ঢুকিয়ে, প্রার্থীপদ দলের থেকে আদায় করব, তারা মুর্খের স্বর্গে বাস করছে'।
প্রবীর চক্রবর্তী: নবজোয়ারেও ব্যালট লুঠ! 'যদি কেউ ভাবে গায়ের জোরে, ব্য়ালট বাক্স ভেঙে, নিজেদের নাম ঢুকিয়ে, প্রার্থীপদ দলের থেকে আদায় করব, তারা মুর্খের স্বর্গে বাস করছে', কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, 'আগামীকাল সকাল ১০ থেকে ৫ পর্যন্ত গোসাইমারি মাঠে আবার ভোট নেওয়া হবে। বিকেলের মধ্যে রিপোর্ট আমি নিজে দেখব'।
শিয়রে পঞ্চায়েত ভোট। কাকে প্রার্থী চান? গোপন ব্যালটে এবার মতামত জানাবেন সাধারণ মানুষই। কাকদ্বীপ থেকে কোচবিহার। জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম, তৃণমূলে 'নবজোয়ার'।
এদিন কোচবিহারের বামনহাটে মাধাইকাল কালীবাড়িতে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন অভিষেক। জনসভা থেকে স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেন, 'সারাবছর শোনেন রাজনৈতিক কথা শোনেন। আজ নিজেদের প্রার্থী নিজেরা বাছাই করবেন। আগামী ৫ বছর দলমত নির্বিশেষে আপনার পাশে কে থাকবে তার বিচার করুন আপনারাই'।
এদিকে অভিষেক বেরিয়ে যাওয়ার পরেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় সিতাইয়ে। কেন? স্রেফ ব্য়ালট পেপার নিয়ে কাড়াকাড়ি নয়, ভাঙচুর করা হয় ব্যালট বক্সও। এমনকী, ব্যালট পেপার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলতেও দেখা যায় কাউকে কাউকে। সঙ্গে হাতাহাতিও!
শীতলকুচির জনসভায় অভিষেক বলেন, 'কারও প্রভাব চলবে না, কারও দাদাগিরি চলবে না। পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা মাথায় রাখবেন। কোন অঞ্চলে কারা দায়িত্বে ছিল, যাঁরা ঘটনাটা ঘটিয়েছে, আমার জানা আছে'। এরপর হাতে ব্যালট পেপার নিয়ে তিনি জানান, 'জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে সিট নম্বর ধরে, প্রার্থীর নাম লিখে ভাঁজ করে ব্যালট বক্সে জমা দেবেন। নিজের পরিচয় গোপন রাখবেন'।
কেউ যদি ব্য়ালটে ভোট না দিতে চান, সেক্ষেত্রে ফোন করে মতামত জানানোর পরামর্শ দিয়েছেন অভিষেক। তিনি বলেন, '87778877 এই নম্বরে ফোন করে মতামত জানাবেন'।