একটা চাকরির ব্যবস্থা করুন, অভিষেকের কাছে আবেদন বহরমপুরে বজ্রপাতে মৃতের পরিবারের

বজ্রাঘাত প্রাণ কেড়েছে বহরমপুরের অভিজিত্ বিশ্বাস ও প্রহ্লাদ মুরারীর  

Updated By: Jun 9, 2021, 07:41 PM IST
 একটা চাকরির ব্যবস্থা করুন, অভিষেকের কাছে আবেদন বহরমপুরে বজ্রপাতে মৃতের পরিবারের

নিজস্ব প্রতিবেদন: বজ্রাঘাতে নিহত মানুষজনের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বহরমপুরে পৌঁছে বানজেটিয়ার হঠাত্ কলোনির প্রহ্লাদ মুরারির বাড়ি যান অভিষেক। তাঁর স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গ কথা বলেন। তারপর অভিষেক যান অভিজিত্ বিশ্বাসের বাড়ি। দুটি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
 
অভিষেক বলেন, একটা পরিবারের পাশে দাঁড়ানো যে কেউ করতে পারে। সরকার এইসব পরিবারের পাশে থাকার চেষ্টা করছে। আমরাও দলগতভাবে পাশে দাঁড়াচ্ছি। প্রসঙ্গত, সোমবার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ৯ জন।

আরও পড়ুন-ব্রজ রায়ের পোস্ট মর্টেম রিপোর্ট, করোনায় আক্রান্ত হয়ে কিডনি-ফুসফুসে উল্লেখযোগ্য পরিবর্তন

এদিন সাংবাদিকদের তিনি বলেন, ভোটের আগে যারা কলপাতায় ভাত খাওয়া, খাটিয়াতে বসে ছবি তোলা, গ্রামে ঘুরে বেড়িয়েছেন, সেইসব টুরিস্ট গ্যাংয়ের ছবি এপ্রিল ও মার্চ মাসে দেখা গিয়েছে। তার পর আর তাদের খুঁজে পাওয়া য়াচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার ও জনপ্রতিনিধিরা মানুষের পাশে রয়েছেন। এটাতে প্রমাণিত। বিজেপি ঘোষণা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক অনুদান পৌঁছে দিয়েছে। বিজেপি মুখে বলে, আমরা কাজে করে দেখাই। 

আরও পড়ুন-‘মীরজাফর’, ‘গদ্দার’! ডোমজুড়ে Rajib-এর বিরুদ্ধে সরব তৃণমূল, লাগানো হল পোস্টার

বজ্রাঘাতে প্রাণ কেড়েছে বহরমপুরের অভিজিত্ বিশ্বাস ও প্রহ্লাদ মুরারীর। অভিষেক বন্দ্যোপাধ্যাকে(Abhishek Banerjee) পাশে পেয়ে তাঁর নিজেদের অসহায়তার কথা তুলে ধরল দুই পরিবারই। বছরভর তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক। অভিজিত্ বিশ্বাসের দুই সন্তান। তাদের ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি তিনি আশ্বাস দেন পরিবারকে সবরকম সাহায্য দেওয়া হবে। দুটি পরিবারের তরফে অভিষেকের কাছে একটি সরকারি কাজের ব্যবস্থা করে দিতে অনুরোধ করা হয়। অভিষেক তাঁদের এরজন্য আবেদন করতে বলেন। এদিন বহরমপুরের পাশাপাশি রঘুনাথগঞ্জেও বজ্রপাতে নিহতদের বাড়ি যান অভিষেক।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.