Shantipur: অতিরিক্ত মদ্যপানের জের? কারখানায় মিলল শ্রমিকের নিথর দেহ

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

Updated By: May 7, 2022, 04:06 PM IST
 Shantipur: অতিরিক্ত মদ্যপানের জের? কারখানায় মিলল শ্রমিকের নিথর দেহ

নিজস্ব প্রতিবেদন: অতিরিক্ত মদ্য়পানের জের? কীভাবে মৃত্যু হল শ্রমিকের? কারখানার ভিতরেই পাওয়া গেল দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে।

জানা গিয়েছে, মৃতের নাম অনিল সাহানি। বাড়ি, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এক মাস আগে শান্তিপুরে এসেছিলেন তিনি। কাজ করতেন কন্দখোলা এলাকার জাতীয় সড়ক লাগোয়া একটি কারখানায়। রাতে কারখানার ঘরেই থাকতেন অনিল। 

আরও পড়ুন: আত্মীয়র বিয়েতে এসে মর্মান্তিক পরিণতি, তিস্তায় তলিয়ে গেল যুবতী

এদিন সকালে দীর্ঘক্ষণ  ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর ওই যুবককে হাসপাতালে নিয়ে যান কারখানার অন্য শ্রমিকরা। হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কীভাবে মৃত্যু? কারখানা কর্তৃপক্ষের দাবি, রাতে অতিরিক্ত মদ্যপান করেছিলেন অনিল।

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় তুমুল ঝগড়া, দাঁড়িপাল্লার বাটে স্ত্রীর মাথা থেঁতলে আত্মঘাতী স্বামী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.