ভোরবেলা জাতীয় সড়কে ছিন্তাইবাজদের গুলি, মৃত ঝাড়খন্ডের মহিলা

জানা গিয়েছে প্রকাশ কুমারের বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে এবং তাঁর বক্তব্যে কোনও অসঙ্গতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। পুলিস বোঝার চেষ্টা করছে কেন ঘটনাস্থলে কারোর কাছে সাহায্য না চেয়ে প্রায় এক কিলোমিটার এগিয়ে যায় তাঁরা। 

Updated By: Dec 28, 2022, 11:40 AM IST
ভোরবেলা জাতীয় সড়কে ছিন্তাইবাজদের গুলি, মৃত ঝাড়খন্ডের মহিলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাওড়ার রাজাপুরে ছিন্তাইবাজের গুলি এক মহিলার উপর। ভিনরাজ্যের ওই মহিলার মৃত্যু হয়েছে এই ঘটনায়। জানা গিয়েছে ছিন্তাইয়ে বাধা দেওয়ার পরেই গুলি চালায় দুষ্কৃতিরা। বাগনানের রাজাপুরে ঘটেছে এই ঘটনা।

ঝাড়খন্ড থেকে স্ত্রী এবং কন্যাকে নিয়ে আসছিলেন প্রকাশ কুমার নামে এক ব্যক্তি। সেই সময় তাঁদের পথ আটকে ছিন্তাইয়ের চেষ্টা করে দুষ্কৃতিরা। অভিযোগ করা হয়েছে এই ঘটনায় বাধা দিলে গুলি চালানো হয়। তাঁদের গুলিতে মৃত্যু হয়ে প্রকাশ কুমারের স্ত্রী রিয়া কুমারের। জানা গিয়েছে নিহত মহিলা ঝাড়খণ্ডের ইউটিউবার হতে পারেন।

প্রকাশ কুমার নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। সব ঘটনা তাঁর থেকে জেনে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। পুলিসের উচ্চপদস্থ কর্মকর্তারা পৌছেছেন এই এলাকায়। এই এলাকায় তল্লাশি চালিয়ে সূত্র খোঁজার চেষ্টা হচ্ছে বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রকাশ কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: 'বীরভূমের তৃণমূল নেতারা আত্মগ্লানিতে ভুগছেন', বিজেপিতে বিপ্লব-যোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

জানা গিয়েছে প্রকাশ কুমারের বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে এবং তাঁর বক্তব্যে কোনও অসঙ্গতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। পুলিস বোঝার চেষ্টা করছে কেন ঘটনাস্থলে কারোর কাছে সাহায্য না চেয়ে প্রায় এক কিলোমিটার এগিয়ে যায় তাঁরা।

জানা গিয়েছে যে এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে সেখান থেকে একদম সামনে উলুবেড়িয়া-বাগনান ট্রাফিক গার্ড। সেখানে এই ঘটনা ঘটল অথচ কেউ জানতে পারলনা কীভাবে সেই প্রশ্ন তুলছে পুলিস।  

আরও পড়ুন: Bharat Jodo Yatra: বঙ্গে ভারত জোড়ো, অধীরকে সামনে রেখে সাগর থেকে পাহাড় যাত্রা কংগ্রেস কর্মীদের

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালে ওই গাড়ি এসে সামনে দাঁড়িয়ে হসপিটাল যাওয়ার চেষ্টা করে। এরপরেই এই এলাকার লোকজন এগিয়ে আসে। ভেতরে একজন মহিলাকে মাথায় গুলি লাগা অবস্থায় দেখা যায়। তাঁরা আরও জানিয়েছেন ঘটনাস্থলে কাউকে না পেয়ে একটু এগিয়ে এসে গাড়ি দাঁর করায় তাঁরা এমন দাবি করেছেন প্রকাশ কুমার।

গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। পুলিসের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দল।      

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.