Alipurduar: ৩ দিন ধরে খোঁজ নেই পুলিস আধিকারিকের, কুনকি হাতি নিয়ে তল্লাশি জঙ্গলে

ডিউটি করতে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি।

Updated By: Dec 3, 2021, 11:29 PM IST
Alipurduar:  ৩ দিন ধরে খোঁজ নেই পুলিস আধিকারিকের, কুনকি হাতি নিয়ে তল্লাশি জঙ্গলে

নিজস্ব প্রতিবেদন: কোথায় গেলেন? তিন ধরে খোঁজ নেই ট্রাফিক ইন্সপেক্টরের। থানায় মিসিং ডায়েরি করেছেন পরিবারের লোকেরা। বনদফতরের কুনকি হাতি নিয়ে জঙ্গলে তল্লাশি চালাল পুলিস। আলিপুরদুয়ারের জয়গাঁ-র ঘটনা।

জানা গিয়েছেন, নিখোঁজ ওই পুলিস আধিকারিকের নাম রতন কর। আলিপুরদুয়ারের জয়গাঁও থানায় ট্রাফিক ইন্সপেক্টর তিনি। দুই সন্তানকে নিয়ে স্ত্রী থাকেন কোচবিহারে। কর্মসূত্রে জয়গাঁ-এ পুলিস আবাসনে একাই থাকতেন রতন। পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার হাসিমারায় ডিউটি করতে গিয়েছিলেন তিনি, কিন্তু ফেরেননি। উৎকণ্ঠায় বাড়ির লোকেরা। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। পুলিসকে কাছে স্বামীকে খুঁজে বের করে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। মিসিং ডায়েরিও  করা হয়েছে।

আরও পড়ুন:  Singur Murder: পুলিসের জালে মূল অভিযুক্তের ভাই, কুকুর নিয়ে চলল তল্লাশি

এখনও পর্যন্ত জয়গাঁ থানার ট্রাফিক ইন্সপেক্টর রতন করের খোঁজ মেলেনি। এদিন বিকেলে বন দফতরের কুনকি হাতি নিয়ে জলদাপাড়া অভয়ারণ্যে কার্যত চিরুনি তল্লাশি চালাল পুলিস। তল্লাশিতে নেতৃত্বে দিলেন জয়গাঁ পুলিস জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও সূত্র পাওয়া গেল না! আলিপুরদুয়ারের পুলিস সুপার ভোলানাথ পাণ্ডে জানিয়েছেন, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ডিএসপি ট্রাফিক নিজে তদন্ত করছেন।

আরও পড়ুন: Nodakhali Blast: কেন এত তীব্র বিস্ফোরণ? কী ধরনের বিস্ফোরক মজুত ছিল? তদন্তভার নিচ্ছে NIA

দুর্গাপুজো ষষ্ঠীর দিন ঠিক এভাবেই নিখোঁজ হয়ে দিয়েছিলেন পুলিস আধিকারিক পার্থ চৌধুরী। বিধাননগরের কমিশনারেটের রাজারহাট থানায় কর্মরত ছিলেন তিনি। স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন হাওড়ার বেলুড়ের একটি আবাসনে। কয়েকদিন পর হাওড়ারই বালি ব্রিজের কাছে ওই পুলিস আধিকারিকের দেহ উদ্ধার হয়।  প্রায় একমাস দেহটি পড়ে ছিল মর্গেই! সম্প্রতি দেহটি শনাক্ত করেন পরিবারের লোকেরা।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.