East Midnapore: মোবাইলে তারস্বরে বাজছে গান! মামারবাড়িতে 'ধর্ষণ' নাবালিকাকে

অভিযুক্ত প্রতিবেশী যুবক পলাতক।

Updated By: Apr 23, 2022, 11:42 PM IST
East Midnapore: মোবাইলে তারস্বরে বাজছে গান! মামারবাড়িতে 'ধর্ষণ' নাবালিকাকে

নিজস্ব প্রতিবেদন: ফের নাবালিকাকে 'ধর্ষণ'। তাও আবার মামার বাড়িতে! অভিযুক্ত পলাতক। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।

জানা গিয়েছে, কাঁথিতে মামার বাড়িতেই থাকে বছর সাতেকের ওই নাবালিকা। ঘড়িতে তখন ১টা। সোমবার দুপুরে প্রতিবেশী এক যুবক আসে বাড়িতে। কেন? ওই নাবালিকার মামা-কে মদ্যপানের জন্য জোরাজুরি করতে থাকে সে। রাজি তো হনইনি, বরং কাজে বেরিয়ে যান তিনি। 

আরও পড়ুন: Malda: কাশ্মীরে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি, আশঙ্কাজনক মালদহের ২ তরুণ

তারপর? অভিযোগ, পাশেই একটি ঝোপে বসে মদ্যপান করে ওই প্রতিবেশী যুবক। এরপর মদ্যপ অবস্থায় মামারবাড়িতে এসে ধর্ষণ করে ওই নাবালিকা। নির্যাতিতার দিদা তখন বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। তিনি কিছু টের পেলেন না কেন? মোবাইলে লাউজ স্পিকার চালু করে গান চালিয়ে দিয়েছিল অভিযুক্ত। এরপর সুযোগ বুঝে পালিয়ে যায় সে। 

আরও পড়ুন: সাধের অনুষ্ঠানে আমন্ত্রিত পছন্দের সহকর্মীরা; ক্ষোভে মারপিট স্কুলে, জ্ঞান হারালেন প্রধান শিক্ষিকা

এদিকে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। রক্তরক্ষণ শুরু হয় তার। কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন দিদি। তাঁকে গোটা ঘটনাটি বলে নির্যাতিতা। ততক্ষণে গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.