গোষ্ঠী সংঘর্ষে খুন দুষ্কৃতী, দুষ্কৃতী দৌরাত্ম্যের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানা। দীর্ঘদিন ধরেই এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে। প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি। অভিযোগ বাসিন্দাদের।
নিজস্ব প্রতিবেদন: সমাজ বিরোধী গোষ্ঠীর সংঘর্ষে খুন কুখ্যাত দুষ্কৃতী। এমনটাই অনুমান পুলিসের।মৃতের নাম শঙ্কর দাস।আলিপুরদুয়ারের দ্বীপচরের ঘটনা। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের প্রতিবাদে শহরের রাস্তায় বিক্ষোভ। টায়ারে আগুন।
আলিপুরদুয়ার শহর লাগোয়া দ্বীপচর।রাস্তা থেকই রক্তাক্ত দেহ উদ্ধার শঙ্কর দাসের। পুলিসের খাতায় কুখ্যাত আসামী শঙ্কর। ২ সমাজ বিরোধী গোষ্ঠীর সংঘর্ষেই শঙ্করকে খুন হতে হয়েছে বলে অনুমান পুলিসের।
আরও পড়ুন: রেল লাইনের ধারে মৃতদেহ, মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে রহস্য
ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানা। দীর্ঘদিন ধরেই এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে। প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি। অভিযোগ বাসিন্দাদের।
আরও পড়ুন: কঙ্কালীতলায় শাড়ি দিয়ে পুজো ভক্ত মমতার
দুষ্কৃতী দৌরাত্ম্যের প্রতিবাদে বাস স্ট্যান্ডে পথ অবরোধ স্থানীয়দের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয় শহরের রাস্তায়। সকাল থেকে অন্যান্য রুটের গাড়ি চলাচলও বন্ধ ছিল এদিন।