Tarkeshwar: শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি, তারকেশ্বরে নিখোঁজ ভক্ত
ওই ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুরে। থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের লোকেরা।
নির্মল পাত্র: ব্য়বধান মাত্র ২ দিনের। শিবের মাথায় জাল ঢালতে গিয়ে নিখোঁজ এক ব্য়ক্তি। কোথায় গেলেন তিনি? পুলিসের দ্বারস্থ হলেন পরিবারের লোকেরা। বর্ধমানের পর এবার তারকেশ্বর।
জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম শ্রীমন্ত দাস। বাড়ি, পশ্চিম মেদিনীপুরের কামারা চক্রপুকুর এলাকায়। পরিবারের লোকেদের দাবি, এর আগেও বেশ কয়েকবার তারকেশ্বরে গিয়েছেন তিনি। রবিবার ভোরে শিবের মাথায় জল ঢালতে ফের তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সোমবার বাড়ি ফেরার কথা ছিল তাঁর, কিন্তু ফেরেননি।
আরও পড়ুন: Fish on National Highway: জাতীয় সড়কে লুটোপুটি খাচ্ছে হাজার হাজার মাছ, তীব্র চাঞ্চল্য এলাকায়
কেন? পশ্চিম মেদিনীপুরের কোতুয়ালি থানায় প্রথমে নিখোঁজ ডায়েরি করেন শ্রীমন্ত দাসের পরিবারের লোকেরা। এদিন তারকেশ্বর থানায় হাজির হন তাঁরা। স্রেফ নিখোঁজ ডায়েরি করা নয়, খোঁজ খবর করেন তারকেশ্বর গ্রামীণ হাসপাতালেও।
আরও পড়ুন: Postmaster Arrested: পাসবুকে তুলে দিলেও অ্যাকাউন্ট ফাঁকা, ইন্দাসে গ্রেফতার পোস্টমাস্টার
এর আগে, রবিবার রাতে বর্ধমানে শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছিলেন ৯ জন ভক্ত। রাস্তায় পাশে দোকানে যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন ট্রাকে চাকা পিষ্ট হয়ে প্রাণ হারান ২ জন। গুরুতর আহত হন আরও ২ জন।