তিন বছর ধরে ধর্ষণ করার অভিযোগ, জেল থেকে অভিযুক্ত বেরতেই অপহরণ নাবালিকার
জেল খেটে জামিন পেয়ে বাড়ি ফেরার পথে যুবককে অপহরণ!
নিজস্ব প্রতিবেদন: জেল খেটে জামিন পেয়ে বাড়ি ফেরার পথে যুবককে অপহরণ! ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্ৰামীণ থানার চৌরঙ্গী মোড়ে। পুলিস অপহরণের অভিযোগে গ্রেফতার করেছে এক নাবালিকা এবং তাঁর বাবাকে।
বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারপতি তাদের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি ২৫ অগস্ট। জেল ফেরত যুবক অপহরণে জড়িত এক নাবালিকা ? এর নেপথ্যে রয়েছে এক করুণ কাহিনি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালিকা ১৫ মে খড়গপুর গ্ৰামীণ থানায় আকাশ চাপরি নামে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে গত তিন বছর ধরে সেই প্রতিবেশী যুবক লাগাতার ওই নাবালিকাকে ধর্ষণ করে গিয়েছে। সেই অভিযোগে গত ১৫ মে পকসো আইনে আকাশ চাপরিকে গ্রেফতার করে পুলিস। আদালতের রায়ে অভিযুক্ত যুবক জেল হাজতে ছিল। মঙ্গলবার সে জামিনে মুক্তি পায়।
জামিন পাওয়ার পর বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে খড়গপুর গ্ৰামীণ থানার চৌরঙ্গী মোড়ে তাদের গাড়ি আটকায় কয়েকজন ৷ অভিযোগ নাবালিকা এবং তাঁর বাবা দলবল নিয়ে যুবককে জোর করে তাঁর বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। তারপর অন্য একটি গাড়িতে চাপিয়ে সোজা ছয় নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে গাড়িটি চালানো শুরু করে। এদিকে ঘটনার পরই অপহৃত যুবকের বাবা থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিস দ্রুত হানা দেয় ওই নাবালিকার বাড়িতে।
নিমপুরা এলাকার বাড়ি থেকে নাবালিকার বাবাকে আটক করে। তাঁকে জেরা করে চৌরঙ্গী মোড়ে নাবালিকাদের গাড়টি আটক করে পুলিস। তাঁর কাছ থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এই ঘটনায় নাবালিকা-সহ তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা অপহরণ করায় ব্যবহৃত গাড়িটি। এই অপহরণ কাণ্ডে যারা নাবালিকা এবং তাঁর বাবাকে সাহায্য করেছ তাঁদের খোঁজ শুরু করেছে পুলিস।
আরও পড়ুন: জল থেকে পা বাঁচাতে গিয়ে বিপত্তি, ছিটকে পড়ল রাস্তায়, চোখের সামনে মৃত্যু হলো ২ যুবকের