Mamata Banerjee: বাসন্তীর মন্দিরে মমতাই দেবী, পুজো পান নিত্য
নিত্য পুজো পান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ির বাসিন্দা নব্বই বছরের বৃদ্ধা বাসন্তী চন্দ দেবী রূপে পুজো করেন মমতাকে। বাসন্তী দেবী বরাবরই মমতার ভক্ত। তাই মুখ্যমন্ত্রীর ছবি দেবতার আসনে বসিয়ে পুজো দেন প্রতিদিন। মমতার রাজনৈতিক কেরিয়ারের উন্নতির স্বার্থে উপসোও করেন তিনি। তাঁর ইচ্ছে, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। মমতার আদর্শেই অনুপ্রাণিত ৯০ বছরের বৃদ্ধা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিত্য পুজো পান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ির বাসিন্দা নব্বই বছরের বৃদ্ধা বাসন্তী চন্দ দেবী রূপে পুজো করেন মমতাকে। বাসন্তী দেবী বরাবরই মমতার ভক্ত। তাই মুখ্যমন্ত্রীর ছবি দেবতার আসনে বসিয়ে পুজো দেন প্রতিদিন। মমতার রাজনৈতিক কেরিয়ারের উন্নতির স্বার্থে উপসোও করেন তিনি। তাঁর ইচ্ছে, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। মমতার আদর্শেই অনুপ্রাণিত ৯০ বছরের বৃদ্ধা।
যখন মমতা বন্দোপাধ্যায় তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, তখন সকাল থেকে উপোস করে ঠাকুরের আসনে মমতা বন্দোপাধ্যায়ের ছবি রেখে বাসন্তী দেবী পুজো দিচ্ছিলেন বলে জানা গিয়েছে। শপথ গ্রহণ হওয়ার পর ঠাকুরের আসনে বসানো মমতার ছবিতে ফুল মালা দেন। তবে বৃদ্ধার মমতা অনুরাগ পাড়ার সকলেরই জানা। মুখ্যমন্ত্রীকে পুজো করা দেখতে ভিড় জমান প্রতিবেশীরাও। তবে ঘাসফুলের পতাকা হাতে রাস্তায় নামতে না পারলেও মমতার প্রতি তাঁর ভক্তি ও শ্রদ্ধা দেখে আপ্লুত স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। রাজ্যের নেতা-কর্মীদের কাছে বাসন্তী দেবী আর্জি জানিয়েছেন, মমতার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার। তবে ভাগ্য়ের শিঁকে ছেঁড়েনি।
বাসন্তীদেবী জানান, তিনি ভোট দিতে গিয়েছিলেন উপোস করেই। সেদিনই মানত করেছিলেন মমতা বন্দোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হলে নিজের বিধবা ভাতার টাকা দিয়ে মিষ্টি কিনে সবাইকে খাওয়াবেন। বৃদ্ধার দাবি, মমতা বন্দোপাধ্যায়ের আমল থেকেই বিধবা ভাতা পেয়ে আসছেন তিনি। একই সঙ্গে পাচ্ছেন বিনামূল্যে রেশনও। অথচ এইসব সরকারি সুযোগ-সুবিধের কথা কখনও ভাবতে পারেননি। মমতার প্রশাসনিক দক্ষতাও তাঁকে অবাক করে।
প্রসঙ্গত, এদিন রাজ্যে অপপ্রচার বন্ধ করতে কড়া অবস্থান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বন্ধের পথে দ্য কেরালা স্টোরি। সিনেমা চলাকালীন রাজ্যে হিংসার ছড়াতে পারে, এমন অভিযোগ দায়ের হওয়ার পরই পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে।'
আরও পড়ুন, Anubrata Mandal: 'মেয়ের সঙ্গে আধ ঘণ্টা কথা হয়েছে', আদালত থেকে বেরোনোর পথে জানালেন অনুব্রত