দেবাঞ্জনকে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৯ এবিভিপি সমর্থক

বুধবার সন্ধ্যের কিছু পরে বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে বিজেপি সমর্থকদের হাতে আক্রমণের শিকার হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী।

Updated By: Oct 3, 2019, 08:04 PM IST
দেবাঞ্জনকে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৯ এবিভিপি সমর্থক

নিজস্ব প্রতিবেদন : দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায়কে মারধরের ঘটনায় ৯ জন এবিভিপি সমর্থককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় কলকাতা যাওয়ার পথে বাস থেকে নামিয়ে দেবাঞ্জনকে মারধর করার অভিযোগ ওঠে। অভিযোগ তাঁর বান্ধবীকেও মারধর করা হয়। তাঁদের হুমকি ও গালিগালাজ দেওয়া হয়।

এই ঘটনার পর দেবাঞ্জন বর্ধমান থানায় অভিযোগ করেন। এরপরই পুলিস ৯ জনকে গ্রেফতার করে। দেবাঞ্জন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের অভিযোগ ওঠে। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। এই ঘটনায় দেবাঞ্জনের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তাঁর মাকে সংবাদমাধ্যমের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। যার পরিপ্রেক্ষিতে বাবুল সুপ্রিয় তাঁর ছেলেকে ক্ষমা করে দিয়েছেন বলে জানান। পরে অবশ্য দেবাঞ্জন  অভিযোগ করেন, তাঁর পরিবারকে ভয় দেখিয়ে ক্ষমাপ্রার্থনা করানো হয়েছে।

.