Zee ২৪ ঘণ্টার খবরের পরই বাড়ি তৈরির চেক হাতে পেল চন্দ্রকোণার ৭ আদিবাসী পরিবার

রাস্তার কালভার্টের নীচে বসবাস করছিল ওই ৭ আদিবাসী পরিবার।

Updated By: Feb 15, 2021, 06:25 PM IST
Zee ২৪ ঘণ্টার খবরের পরই বাড়ি তৈরির চেক হাতে পেল চন্দ্রকোণার ৭ আদিবাসী পরিবার
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : Zee ২৪ ঘণ্টার খবরের জের। এক মাসের মধ্যেই বাড়ি তৈরির টাকা হাতে পেল চন্দ্রকোণার ৭টি আদিবাসী পরিবার। ১ লাখ ২০ হাজার টাকার চেক হাতে পেয়ে খুশির হাওয়া ওই পরিবারগুলিতে।

কয়েক বছর আগে ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের সম্প্রসারণের কাজের জন্য ওই ৭ আদিবাসী পরিবারের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। এরফলে তখন থেকেই রাস্তার কালভার্টের নীচে বসবাস করতে থাকে ওই ৭ আদিবাসী পরিবার। ১৮ জানুয়ারি সেই খবর দেখাই আমরা। আর তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়, ওই আদিবাসী পরিবারগুলিকে সব ধরনের সাহায্য করা হবে।

এরপরই এদিন প্রতিশ্রুতি মত চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, বিধায়ক ছায়া দলুই ও পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দলুই ওই ৭ পরিবারের প্রত্যেকের হাতে বাড়ি তৈরির টাকার চেক তুলে দেন। প্রতি পরিবারের হাতে ১ লাখ ২০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই বাড়ি তৈরির টাকা হাতে পেয়ে খুশি ওই পরিবারের সদস্যরা।

আরও পড়ুন, 'মা'-র হেঁশেলে ১৩ টাকায় তৈরি খাবারই মিলবে ৫ টাকায়! বাজেট মেনুতে কী কী থাকছে?

.