পঞ্চায়েতের বোর্ডগঠনে ফের অশান্তি কোচবিহারে, তিরবিদ্ধ ৩ সিভিক ভলান্টিয়ারসহ ৭

বেশ কিছুক্ষণ তাণ্ডব চলার পর পুলিসের তত্পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Updated By: Sep 15, 2018, 06:19 PM IST
পঞ্চায়েতের বোর্ডগঠনে ফের অশান্তি কোচবিহারে, তিরবিদ্ধ ৩ সিভিক ভলান্টিয়ারসহ ৭

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার অসম সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে। চলল তির। দু'পক্ষের সংঘর্ষে তিরবিদ্ধ হলেন ৭ জন। যাঁদের মধ্যে ৩ জন সিভিক ভলান্টিয়ার। 

শনিবার ছিল কোচবিহারের ধলপল ২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। পঞ্চায়েত তৃণমূল না বিজেপি কার প্রধান হবেন তা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বাঁধে। ক্রমে ভয়ঙ্কর আকার ধারণ করে সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে তির চালাতে শুরু করে দু'পক্ষই। তির চলে উপস্থিত পুলিসকর্মীদের লক্ষ্য করেও। তিরবিদ্ধ হন দু'পক্ষের ৪ জন। তির লাগে ৩ সিভিক ভলান্টিয়ারের দেহেও। 

পাচারের অভিযোগ উঠল মেসির আর্জেন্টিনা দলের বিরুদ্ধে

বেশ কিছুক্ষণ তাণ্ডব চলার পর পুলিসের তত্পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনায় দু'পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েতের দখল নিতে তাণ্ডব চালিয়েছে বিজেপি। পালটা অভিযোগে বিজেপির দাবি, জোর করে পঞ্চায়েত দখলের জন্য গোলমাল পাকিয়েছে তৃণমূলই। 

.