বিদ্যানদীতে ছাড়া হল ৬টি কুমির
কুমিরের বয়স ৪ বছর হলে তবে তাদের নদীতে ছাড়া হয়।
নিজস্ব প্রতিবেদন: সুন্দরবনের ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের স্টোরখালির বিদ্যানদীতে বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ বেশ কয়েকটি কুমির ছাড়ল বন দফতর।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমার (patharpratima) 'ভাগবতপুর কুমির প্রকল্প' থেকে ৫৫টি কুমির আনা হয় 'ঝড়খালি রেসকিউ সেন্টারে' (jharkhali rescue centre)। এর মধ্যে ৪০টি পুরুষ, ১৫টি স্ত্রী কুমিরছানা।
বনকর্মীরা জানান, নোনাজলের এই কুমিরগুলির বয়স ৪ বছর। কুমিরের বয়স ৪ বছর হলে তবে তাদের নদীতে ছাড়া হয়। তার আগে নদীতে ছাড়লে সাধারণত বাঁচে না তারা।
এদিন 'ঝড়খালি রেসকিউ সেন্টারে'র ঝড়খালি জেটিঘাট থেকে বনকমীর্রা ৩টি মেল এবং ৩টি ফিমেল কুমিরকে নৌকায় তোলে। সেগুলিকে নিয়ে যাওয়া হয় ন্যাশানাল পার্ক ওয়েস্ট রেঞ্জের স্টোরখালি জঙ্গল এলাকায়। সেখানে বনকমীর্রা বিদ্যানদীতে কুমিরগুলি ছেড়ে দেন। বন দফতর জানায়, প্রথম পর্যায়ে ৬টি কুমির ছাড়া হল-- স্টোরখালি জঙ্গল এলাকায় ৫টি, সজনেখালি (sajnekhali)এলাকায় ১টি। কুমিরগুলি লম্বায় মোটামুটি ১.২৬ মিটার, চওড়ায় ০.৩৭৭ মিটার। সেগুলির ওজন ১৪ কেজির মতো।
Also Read: বেঙ্গল সাফারি পার্কের উপহার, গেলেই দেখা যাবে ছোট্ট ছোট্ট ৩ বাঘের বাচ্চাকে