ডাকাতির আগেই অস্ত্র সহ ধৃত ৫ দুষ্কৃতী
মঙ্গলবার সকালে চন্দননগরের বিবিরহাট চড়কতলা স্টেডিয়ামে কয়েকজন অচেনা যুবককে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদন: ডাকাতির আগেই ছক বানচাল। চন্দননগরে ধৃত অস্ত্র সহ ৫ দুষ্কৃতী। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: চোখের সামনে সহকর্মীদের ছিন্নভিন্ন হতে দেখলাম, দুঃসহ বর্ণনা পুলওয়ামার সেদিনের সাক্ষী জওয়ানের
মঙ্গলবার সকালে চন্দননগরের বিবিরহাট চড়কতলা স্টেডিয়ামে কয়েকজন অচেনা যুবককে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর থানার পুলিস। পুলিস ওই পাঁচ জনকে ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসা করে। কিন্তু তাদের কথায় অসঙ্গতি থাকায় পুলিস তাদের আটক করে।
আরও পড়ুন: ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় ছেলেকে প্রকাশ্যে জুতোপেটা বাবার
ধৃতদের মধ্যে মহম্মদ শাজাহাদ ভদ্রেশ্বরের বিলকুলির বাসিন্দা, মহম্মদ ইমরান উত্তর ২৪ পরগনার পলতার বাসিন্দা। পোলবার শঙ্করহাটি এলাকার বাসিন্দা শিব শঙ্কর দাস ও পোলবারই বাসিন্দা রাহুল। ভদ্রেশ্বরের সুভাষপল্লির বাসিন্দা লুচ্চা দাসকেও গ্রেফতার করে পুলিস। ধৃতদের প্রত্যেকেরই বয়স ২২-২৮ বছরের মধ্যে। ধৃতদের জেরা করে পুলিস জানতে পেরেছে, ডাকাতির উদ্দেশেই সেখানেই জড়ো হয়েছিল তারা।