Bolpur: ডাইনি অপবাদে ৩ বছর ঘরছাড়া ৩ আদিবাসী পরিবার!
প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। ঘরে ফেরা হল না এখনও!
প্রসেনজিৎ মালাকার: দেখতে দেখতে ৩ বছর পার। ডাইনি অপবাদে ঘরছাড়া এখনও! কেন? প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। মহকুমাশাসকের সঙ্গে অফিসের সামনে এবার ধরনায় বসল ৩ আদিবাসী পরিবার। ঘটনাস্থল, বীরভূমের বোলপুর।
স্থানীয় সূত্রের খবর, বোলপুরের সিয়ান পঞ্চায়েতের মণিকুন্ডুডাঙ্গা গ্রামটি আদিবাসী অধ্যুষিত। সেই গ্রামেই থাকত ওই ৩ আদিবাসী পরিবারও। তখন করোনার আতঙ্কে গৃহবন্দী সকলেই। ২০২০ সালে ২১শে জুলাই গ্রামে সালিসি সভা বসে। অভিযোগ, সালিশি সভায় ওই ৩ আদিবাসী পরিবারের ১২ জন্য সদস্যকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া করার নিদান দেন মাতব্বর!
আরও পড়ুন: West Medinipore: গ্রামে বন্ধ ঢালাই রাস্তার কাজ, তৃণমূল নেতৃত্বের নামে পোস্টার এলাকায়
তারপর? কখনও স্টেশন চত্বর, তো কখনও আবার বাসস্ট্যান্ড। এমনকী, খোলা আকাশে নিচেও দিন কাটছে ওই ৩ আদিবাসী পরিবারের। গ্রাম ফেরা তো দূর, ৩ বছর ধরে বারবার প্রশাসনকে জানিয়েও নাকি সমস্য়ার সুরাহা হয়নি! এদিন বোলপুরে মহকুমাশাসকের দফতরের সামনে ধরনায় বসেন ওই ৩ আদিবাসী পরিবার। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়।
কেন ডাইনি অপবাদ? কেনই-বা গ্রামছাড়ার নিদান? ২০২০ সালে মণিকুন্ডুডাঙ্গা গ্রামে কুকুরে কামড়ে এক যুবকের মৃত্যু হয়। শুধু তাই নয়, সেই কুকুরটিই নাকি ক্ষিপ্ত হয়ে আরও বেশ কয়েকজনকে কামড়ায়! এরপরই গ্রামে সালিশি সভা বসিয়ে ওই ৩ আদিবাসী পরিবারকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করার নিদান দেন মাতব্বররা!