২৪ ঘণ্টার উদ্যোগে গ্রেফতার জলপাইগুড়ির নাবালিকা গণধর্ষণে অভিযুক্তরা

Updated By: Aug 17, 2017, 11:41 PM IST
২৪ ঘণ্টার উদ্যোগে গ্রেফতার জলপাইগুড়ির নাবালিকা গণধর্ষণে অভিযুক্তরা

ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টার উদ্যোগ। জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিস। একজন পলাতক।  

এক পুলিস ফেরাল। আর এক পুলিস পাশে দাঁড়াল। ১৫ই অগাস্ট ফুটবল খেলা দেখে ফেরার পথে ধর্ষিতা হয় ওই কিশোরী। শিলিগুড়িতে আমবাড়ি ফাঁড়িতে বোদাগঞ্জ মন্দিরের পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর শিলিগুড়ির আমবাড়ি ফাঁড়ি অভিযোগ নেয়নি বলে অভিযোগ। ২৪ ঘণ্টায় এই খবর পেয়েই তত্‍পর হয় জলপাইগুড়ি পুলিস। দ্রুত গ্রেফতার করা হয় রাম বসাক, বিকাশ রায় ও আইনুল মহম্মদকে। হেমন্ত রায় নামে এক অভিযুক্ত পলাতক।

শিলিগুড়ি পুলিস কেন নির্যাতিতার পাশে দাঁড়াল না? উত্তর নেই জলপাইগুড়ির পুলিস সুপারের কাছে। জানিয়েছেন, ঘটনাস্থল দুই জেলার সীমানাবর্তী এলাকা হওয়াতেই ব্যবস্থা নিয়েছেন তিনি।

.