গৃহবধূকে কীটনাশক খাইয়ে 'খুন', বিয়ের বছর খানেকেই মর্মান্তিক পরিণতি যুবতীর

 বিয়ের একমাস পর থেকেই কারণ-অকারণে মেয়েকে মারধর করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। 

Updated By: May 4, 2022, 04:21 PM IST
গৃহবধূকে কীটনাশক খাইয়ে 'খুন', বিয়ের বছর খানেকেই মর্মান্তিক পরিণতি যুবতীর
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : এক গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত খাঁপুর এলাকায়। মৃতার নাম জয়শ্রী রায়। বয়স ২০ বছর। 

বুধবার দুপুরে বালুরঘাট ও কুমারগঞ্জ থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে এই ঘটনায় পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন মৃতের পরিবার। জানা গেছে, মৃতার বাপের বাড়ি কুমারগঞ্জের চাঁদগঞ্জ এলাকায়। প্রায় বছর খানেক আগে খাঁপুরের পাপুন বর্মন নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। দেখাশোনা করেই বিয়ে দেয় দুই পরিবার৷ পাপুন পেশায় সবজি ব্যবসায়ী ও চাষের কাজ করত ৷ 

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের একমাস পর থেকেই কারণ-অকারণে তাঁদের মেয়েকে মারধর করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। গত সোমবার কীটনাশক খাওয়ার ঘটনা ঘটলেও পরদিন অর্থাৎ মঙ্গলবার তাঁদের খবর দেওয়া হয় শ্বশুরবাড়ি থেকে। খবর পেয়ে বালুরঘাট হাসপাতালে এসে দেখেন, তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। খুনের অভিযোগে সরব মৃতার বাড়ির লোক। যদিও খুন করার অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুরবাড়ির সদস্যরা।

আরও পড়ুন, TMC, Sand Smuggling: 'মদত দিচ্ছে দলের নেতারাই,' মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে বিপন্ন ফুলহার, 'পাহারায়' তৃণমূল বিধায়ক

আরও পড়ুন, 'জল রাজনীতি' তুঙ্গে পশ্চিম মেদিনীপুরে, তৃণমূল পুরবোর্ডের বিরুদ্ধে পোস্টার বামেদের

আরও পড়ুন, Berhampore Murder: পরিবারের 'আপত্তি' নয়, সুশান্তের 'বয়ানে' সুতপা খুনের তদন্তে 'নাটকীয় মোড়'!

আরও পড়ুন, Fake Indian Army Officer: উইকি পেজ ভুয়ো অফিসারের, 'ভারতীয় সেনার অজানা গল্প' ছাপিয়ে বিক্রি ই-কমার্সে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Tags:
.