এটিএম জালিয়াতি, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

দফায় দফায় ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় দুই যুবক।

Updated By: Dec 15, 2018, 04:39 PM IST
এটিএম জালিয়াতি, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিবেদন :  এটিএম জালিয়াতির ঘটনায় কুলটি থেকে গ্রেফতার করা হল ২ যুবককে। অভিযোগ, এটিএম জালিয়াতি করে মহারাষ্ট্রের নাগপুরের এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল ধৃতরা।

আরও পড়ুন, মিসড কল প্রেম! দেখা করতে ডেকে কিশোরীকে ধর্ষণ যুবকের

পুলিস জানিয়েছে, ধৃতদের নাম প্রদীপ মণ্ডল ও মহাবীর মণ্ডল। দুজনেই ঝাড়খণ্ডের জামতোড়ার বাসিন্দা। গত ৪ ডিসেম্বর নাগপুরের বাসিন্দা এক ব্যবসায়ীকে ফোন করে দুই যুবক। নিজেদের ব্যাঙ্ক আধিকারিক বলে পরিচয় দেয় তারা। ভুয়ো পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর এটিএম-এর তথ্য জেনে নেয় অভিযুক্তরা। অভিযোগ, তারপর দফায় দফায় ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় দুই যুবক।

আরও পড়ুন, রাতভর নিখোঁজ, সকালে কালভার্টের পাশে মিলল ব্যবসায়ীর নলিকাটা দেহ

এই ঘটনায় তদন্তে নেমে মহারাষ্ট্র পুলিস জানতে পারে অভিযুক্তরা ঝাড়খণ্ডের বাসিন্দা। কুলটির সাঁকতোড়িয়া পুলিস ফাঁড়ি এলাকায় আত্মগোপন করে রয়েছে তারা। এরপরই অভিযুক্তদের ধরতে জাল বিছায় পুলিস। পুলিসের ফাঁদে ধরা পড়ে প্রদীপ মণ্ডল ও মহাবীর মণ্ডল। অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিসের হাত তুলে দেয় সাকতোড়িয়া ফাঁড়ির পুলিস।

.