নেপালে পাচারের উদ্দেশ্যে বাড়িতে মজুত ১৫০০ কেজি রেশন সামগ্রী, পুলিসি অভিযানে পর্দাফাঁস
উদ্ধার হয়েছে চাল ৬০০ কেজি, গম ৬৮০ কেজি, আটা ৯৪ প্যাকেট ও মুগ ডাল ১৯০ কেজি।
নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুরে বেআইনিভাবে মজুত রেশনের সামগ্রী সহ গ্রেফতার এক। রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের ধামভিটা এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর এক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে রেশনের সামগ্রী। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত যুবকের নাম হরদেব রায়। বয়স ২৬ বছর। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক ধামভিটা এলাকারই বাসিন্দা। ধৃতের বাড়ি থেকে মোট ১৫০০ কেজি রেশনের সামগ্রী উদ্ধার হয়েছে। তার মধ্যে চাল ৬০০ কেজি, গম ৬৮০ কেজি, আটা ৯৪ প্যাকেট ও মুগ ডাল ১৯০ কেজি উদ্ধার হয়েছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে ৫০০ লিটার ভেজাল ডিজেল। অভিযোগ, ওই যুবক বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে বাড়িতে রেশন সামগ্রী মজুত করে রাখছিল।
তারপর সেইসব সামগ্রী ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি দিয়ে নেপালে পাচার করত। দীর্ঘদিন ধরে চলছিল রেশন সামগ্রীর এই কালোবাজারি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। এই কালোবাজারির চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, কে কে জড়িত আছে, তা খতিয়ে দেখছেন পুলিস।
আরও পড়ুন, গরু পাচারকারী সন্দেহে BSF-এর গুলি, বাড়ির সামনেই নিহত ১৮ বছরের কিশোর