ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে ১০ দিনের পুলিস হেফাজত
বৃহস্পতিবার ওড়িশায় গ্রেফতার হন অলীক চক্রবর্তী।
নিজস্ব প্রতিবেদন : সিপিআইএম(এল) রেডস্টার নেতা অলীক চক্রবর্তীকে ১০ দিনর পুলিস হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিস। এদিন তাঁকে বারুইপুর আদালতে তোলা হয়।
আদালতে অলীক চক্রবর্তীর ১৪ দিনের পুলিস হেফাজতের জন্য আবেদন করে কাশীপুর থানার পুলিস। বিচারক অয়ন বন্দ্যোপাধ্যায় ১০ দিনের আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি, শারীরিকভাবে অসুস্থ অলীক চক্রবর্তীর জন্য যথাযথ চিকিত্সার বন্দোবস্ত করতেও নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন, ফের বিজেপি কর্মী 'খুনে'র খবরে ফোন করলেন উদ্বিগ্ন অমিত শাহ
পাওয়ার গ্রিডের জন্য জমি দেওয়াকে কেন্দ্র করে সাম্প্রতিককালে বারবারই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সরাকরি এই প্রকল্পে জমি দিতে নারাজ একাংশ এলাকাবাসী। আরও পড়ুন, গ্রেফতার সিপিআইএম(এল) রেডস্টার নেতা অলীক চক্রবর্তী