লাল হলুদ তাঁবুতে জিকো, সাদা পেলেকে পেয়ে জেগে উঠল ইস্টবেঙ্গল
মঙ্গলবার সকালে ৪৫ মিনিটের সফরে লালহলুদ তাঁবু মাতিয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী জিকো। আর সাদা পেলেকে হাতের কাছে পেয়ে যেন জেগে উঠল লালহলুদ। ইস্টবেঙ্গলের বিভিন্ন বিভাগের ফুটবলারদের সঙ্গে ছবি তোলা দিয়ে শুরু। আর তাঁবু ছাড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রজন্মের ফুটবলারদের তার মূল্যবান টিপস দিয়ে গেলেন এই ব্রাজিলিয়ান। এরই মাঝে ফুলে মালায় ও ফলক দিয়ে জিকোকে বরণ করে নিলেন কর্তারা।
ওয়েব ডেস্ক: মঙ্গলবার সকালে ৪৫ মিনিটের সফরে লালহলুদ তাঁবু মাতিয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী জিকো। আর সাদা পেলেকে হাতের কাছে পেয়ে যেন জেগে উঠল লালহলুদ। ইস্টবেঙ্গলের বিভিন্ন বিভাগের ফুটবলারদের সঙ্গে ছবি তোলা দিয়ে শুরু। আর তাঁবু ছাড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রজন্মের ফুটবলারদের তার মূল্যবান টিপস দিয়ে গেলেন এই ব্রাজিলিয়ান। এরই মাঝে ফুলে মালায় ও ফলক দিয়ে জিকোকে বরণ করে নিলেন কর্তারা।
ইস্টবেঙ্গলের জার্সি উপহার পেয়েই যেন পুরনো দিনের কথা মনে পরে গেল জিকোর। তার প্রথম ক্লাব কিনটিনোর জার্সির সঙ্গে লালহলুদ জার্সির অনেক মিল। তাই ইস্টবেঙ্গলের জার্সিটা সাম্বার দেশে নিয়ে যেতে চান এই কিংবদন্তী। তরুণ ফুটবলারদের উদ্দেশ্যে ছোট বক্তব্যে মূল্যবান পরামর্শ দিয়ে গেলেন জিকো ।
ফুটবল খুব সহজ খেলা। কঠিন করে ফুটবল খেললেই সমস্যা পড়বে। সব কিছু ভুলে নিজেদের যোগ্যতা বাড়ানোর দিকে নজর দাও। সাফল্যের জন্য দরকার কঠোর অনুশীলন। কেরিয়ারে কখনও কখনও সাফল্য আসবে না। তবে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আইএসএলে এফসি গোয়ার পারফরম্যান্সই এর উদাহরণ। ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য কামনা করি আমি। ছ বছর আগে ক্লাব তাঁবুতে মারাদোনাকে নিয়ে এসেছিল মোহনবাগান। এবার জিকোর মতো বিশ্বফুটবলের তারকাকে নতুন ভাবে সেজে ওঠা ক্লাব তাঁবুতে নিয়ে এসে যেন তারই জবাব দিল ইস্টবেঙ্গল।