যুবরাজ সিংয়ের কি দলে ফেরার সম্ভাবনা আর নেই? কী বললেন প্রসাদ?

Updated By: Aug 15, 2017, 10:49 AM IST
যুবরাজ সিংয়ের কি দলে ফেরার সম্ভাবনা আর নেই? কী বললেন প্রসাদ?

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি২০ ম্যাচের জন্য ১৫ জনের দল রবিবারই ঘোষণা করেছে বিসিসিআই। ১৫ জনের দলে সূযোগ পাননি যুবরাজ সিং। তাই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে যথেষ্ঠ ক্ষোভ রয়েছে। কেউ কেউ বলা শুরু করে দিয়েছেন, তাহলে কী যুবরাজ সিংয়ের আর ২০১৯ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই? এভাবেই তাঁকে ছেঁটে ফেলা হবে? সেই আলোচনাকে থামানোর চেষ্টা করলেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ।তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, ৩৬ বছর বয়সী যুবরাজ সিংকে ফের ভারতীয় দলে দেখা যেতেই পারে।

আরও পড়ুন টেস্ট সিরিজ জিতে হার্দিক পাণ্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি

তিনি বলেছেন, 'সবারই ক্রিকেট খেলার সমান অধিকার রয়েছে। মানুষ অনেক প্যাশন দিয়ে ক্রিকেট খেলে।তাই প্রত্যেকেরই অধিকার রয়েছে দেশের হয়ে খেলার। তবে, আমাদের কাজটা হল, দেশের জন্য সেরা দলটা নির্বাচন করা। আমরা সেটাই করছি। আমাদের একটাই লক্ষ্য। তাহলো, ভারতীয় দলকে শক্তিশালী করা।'

আরও পড়ুন বীরেন্দ্র সেহবাগকে টপকে, ওয়াসিম আক্রমকে ছুঁলেন হার্দিক পাণ্ডিয়া

.