২০১১ বিশ্বকাপের সেই জুটি, যুবি-গ্যারি এবার দিল্লিতে

২০১৫ বিশ্বকাপে ভারতীয় দলে ব্রাত্য ছিলেন যুবরাজ সিং। ক্যান্সারে আক্রান্ত যুবি এবছরের আইপিএলের সবথেকে দামী খেলোয়াড়। যুবরাজের ফিটনেস নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন দিল্লি ডেয়ার ডেভিলসের কোচ গ্যারি কার্স্টেন।  

Updated By: Apr 3, 2015, 05:17 PM IST
২০১১ বিশ্বকাপের সেই জুটি, যুবি-গ্যারি এবার দিল্লিতে

ওয়েব ডেস্ক: ২০১৫ বিশ্বকাপে ভারতীয় দলে ব্রাত্য ছিলেন যুবরাজ সিং। ক্যান্সারে আক্রান্ত যুবি এবছরের আইপিএলের সবথেকে দামী খেলোয়াড়। যুবরাজের ফিটনেস নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন দিল্লি ডেয়ার ডেভিলসের কোচ গ্যারি কার্স্টেন।  

২০০১ পর্যন্ত ভারতীয় দলের কোচ থাকার সুবাদে যুবরাজকে খুব কাছ থেকে দেখেছেন গ্যারি। তিনি জানান, "যুবরাজ সবসময় ফিট। শুধুমাত্র আমার জন্য ওঁকে আমার দলে দরকার।" তিনি আরও জানান, "আমি মনে করি, যুবরাজকে দেখে যেভাবে উদ্বুদ্ধ হওয়া যায়, আর কোনও খেলোয়াড়ের মধ্যে তা দেখতে পাওয়া যায় না।"

আইপিএলে দিল্লির অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকার জেপি দুমুনিকে বেছে নেন গ্যারি কার্স্টেন নিজেই। কারণ হিসাবে তাঁর যুক্তি, "বাঁ-হাতি খেলোয়াড়কে অধিনায়ক হিসাবে বেশি পচ্ছন্দ করি।" জেপি দুমুনি দেশের হয়ে টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন বেশ কিছুদিন। তবে গত আইপিএলে  দিল্লির পারফরমেন্সের বেহাল দশা দেখে রীতিমতো চিন্তিত কোচ গ্যারি। তবে এবছর যুবরাজকে দলে পাওয়ায় আত্মবিশ্বাসী খোদ কোচ গ্যারি কার্স্টেন।

.