একটা হাত নেই, তবু ১২ বছরের ডওসন এখন বেসবলের সুপারহিরো

Updated By: Aug 12, 2014, 03:46 PM IST

 

ওয়েব ডেস্ক: একটা হাত নেই, তবু আমেরিকার যুব বেসবল জাতীয় দলের হয়ে খেলল ১২ বছরের ডওসন ব্যাটস। পেশাদার বেসবলের মতো খেলায় একটা হাত ছাড়া খেলা মানে অনেকটা ডান হাত নেই তবু বাইক চালানোর মত। কিন্তু এরকমই অসাধ্যকে সাধন করে দেখিয়েছে ব্যাটস।

সুপার ম্যানের বড় ভক্ত হিসাবে নিজেকে পরিচয় দেওয়া ব্যাটস বলেছে, সে বড় হয়ে আমেরিকার বেসবল জাতীয় দলের সদস্য হতে চায়।

বেসবলের বিশেষজ্ঞরা বলছেন, ডওসনের খেলা দেখে মনেই হচ্ছে না ওর একটা হাত নেই, সব ঠিকঠাক চললে ওর সিনিয়র জাতীয় দলের হয়ে খেলা উচিত। ব্যাটসকে এখন বলা হচ্ছে আমেরিকার 'সুপারচাইল্ড'।     

.