১২০ বছরের রেকর্ড ভাঙার সামনে ইয়াসির শাহ!

বিশ্ব ক্রিকেটের একশো কুড়ি বছরের অক্ষত রেকর্ড ভাঙার হাতছানি পাকিস্তান স্পিনার ইয়াসির শার সামনে। টেস্টে দ্রততম একশো উইকেট নেওয়ার রেকর্ডধারী ইংল্যান্ডের জর্জ লোম্যানের রেকর্ড ভাঙার সুযোগ এসেছে ইয়াসিরের সামনে।মাত্র ষোল টেস্টে লোম্যানের একশো উইকেট নেওয়ার রেকর্ড এখনও অক্ষত রয়েছে। পাক লেগ স্পিনার ইয়াসির তেরো তম টেস্ট ম্যাচ খেলছেন। ইতিমধ্যেই তার উইকেটের সংখ্যা আশির কোটা পেরিয়ে গেছে।

Updated By: Jul 17, 2016, 04:12 PM IST
১২০ বছরের রেকর্ড ভাঙার সামনে ইয়াসির শাহ!

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটের একশো কুড়ি বছরের অক্ষত রেকর্ড ভাঙার হাতছানি পাকিস্তান স্পিনার ইয়াসির শার সামনে। টেস্টে দ্রততম একশো উইকেট নেওয়ার রেকর্ডধারী ইংল্যান্ডের জর্জ লোম্যানের রেকর্ড ভাঙার সুযোগ এসেছে ইয়াসিরের সামনে।মাত্র ষোল টেস্টে লোম্যানের একশো উইকেট নেওয়ার রেকর্ড এখনও অক্ষত রয়েছে। পাক লেগ স্পিনার ইয়াসির তেরো তম টেস্ট ম্যাচ খেলছেন। ইতিমধ্যেই তার উইকেটের সংখ্যা আশির কোটা পেরিয়ে গেছে।

আরও পড়ুন  সানিয়া আপনার মারা, গালে এই থাপ্পড়টা চিরকাল মনে রাখব

বাকি উইকেটগুলি আর দুটি টেস্ট ম্যাচের মধ্যে তুলে নিতে পারলেই নয়া রেকর্ড করে ইতিহাস গড়ে ফেলবেন ইয়াসির। আর যদি পরবর্তী তিনটি টেস্টের মধ্যে তার উইকেট সংখ্যা একশোতে পৌছয় তাহলে তিনি লোম্যানের সঙ্গে এক পংক্তিতে বসবেন।

আরও পড়ুন  রূপকথার রাজা রোনাল্ডোর গল্প যেভাবে বুড়ো বয়সে নাতিদের কাছে করবেন

.