Shardul Thakur, WTC Final 2023: 'ওভালের পিচ আন্ডারপ্রিপেয়ার্ড!' শার্দুলের বিতর্কিত বক্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডারের ব্যর্থতা ভোগায় রোহিত শর্মাদের। অজিঙ্কা রাহানের সঙ্গে শার্দুল ব্যাট হাতে রুখে না দাঁড়ালে অজিদের লিড আরও বেড়ে যেত। শার্দুল যে সময় ব্যাট করতে নেমেছিলেন, তখন ভারত ১৫২ রানে ছ’উইকেট হারিয়ে ধুঁকছিল। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 10, 2023, 12:53 PM IST
Shardul Thakur, WTC Final 2023: 'ওভালের পিচ আন্ডারপ্রিপেয়ার্ড!' শার্দুলের বিতর্কিত বক্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া
চাপের মুখেও বাইশ গজে দারুণ পারফর্ম করেছেন শার্দুল ঠাকুর। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) ২৯৬ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এমন অবস্থায় অলৌকিক কিছু না ঘটলে অস্ট্রেলিয়ার (Australia) চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। এমন প্রেক্ষাপটে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তৃতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে মারকুটে অলরাউন্ডার সটান বলে দেন, এবার ওভালের (The Oval) পিচ আন্ডারপ্রিপেয়ার্ড! এখানে টেস্টের শুরু থেকেই বল ওঠা-নামা করছে! বেশ বোঝা যাচ্ছে শার্দুল এমন মন্তব্য নিজের ক্রিকেট প্রজ্ঞা থেকে করেননি। দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) প্রছন্ন মদত না থাকলে, এমন আলটপকা মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়।  

সাংবাদিক বৈঠকে পিচ নিয়ে প্রশ্ন উঠতেই শার্দুল সটান বলে দেন, "এবার ওভালের পিচ একেবারে আলাদা। দুই বছর আগে এই পিচেই আমরা খেলেছিলাম। তখন পিচ অনেক ভালো ছিল। আকাশে মেঘ থাকার জন্য বল সুইং করছিল। এমনকি ব্যাটাররাও সুবিধা পেয়েছিল।" এখানে থেমে না থেকে শার্দুল আরও যোগ করেন, "গত বার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার সময় আমরা লাইট রোলারের ব্যবহার করেছিলাম। যাতে পিচ থেকে ব্যাটাররা সাহায্য পায়। কিন্তু এবার তো ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন থেকেই বল চকিতে ওঠা-নামা করছে।" 

প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডারের ব্যর্থতা ভোগায় রোহিত শর্মাদের। অজিঙ্কা রাহানের সঙ্গে শার্দুল ব্যাট হাতে রুখে না দাঁড়ালে অজিদের লিড আরও বেড়ে যেত। শার্দুল যে সময় ব্যাট করতে নেমেছিলেন, তখন ভারত ১৫২ রানে ছ’উইকেট হারিয়ে ধুঁকছিল। ভারতীয় অলরাউন্ডার বলেন, "পিচ অনেকটাই পাল্টে গিয়েছে। অদ্ভুত জায়গা থেকে বল বাউন্স করছিল। হাতে রান ছিল না বেশি, ছ’উইকেট পড়ে গিয়েছিল। কঠিন সময়ে ব্যাট করতে নেমেছিলাম। খুব বেশি টেস্ট খেলার অভিজ্ঞতাও নেই আমার। নিজেকে বলেছিলাম, এটাই টেস্ট ক্রিকেট, এখানে এমনই হয়।" 

আরও পড়ুন: WTC Final 2023, IND vs AUS: 'সেন্ট্রাল কনট্র্যাক্ট' হারানো ব্রাত্য রাহানে লড়লেও, বিশ্ব টেস্ট জয়ী হওয়ার দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া

আরও পড়ুন:  WTC Final 2023, IND vs AUS: পরিস্থিতি অনুসারে অস্ট্রেলিয়াই এগিয়ে, সত্যিটা স্বীকার করে নিলেন লড়াকু রাহানে

অস্ট্রেলিয়ার পেসাররা এমন লেংথে বল করছিলেন যে, ভারতীয় ব্যাটাররা খেলতে বাধ্য হন। কিন্তু শার্দুল মনে করেন, পিচের একটি বিশেষ জায়গা থেকেই বল অদ্ভুত ভাবে বাউন্স করছিল। তিনি বলেন, "একটা জায়গায় বল পড়লে, বেশি বাউন্স করছে। পিচে ঘাসও রয়েছে। এমন লেংথে বল আসছে যে, ব্যাটার ছাড়তেও পারছে না, আবার খেললেও বিপদ। এমন অবস্থায় খেলতেই হচ্ছে। এই পিচে আমি বলব শর্ট লেংথে বল করাটাই ঠিক।" 

ভারতীয় দলের অভিযোগ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হচ্ছে খারাপ পিচে। তৃতীয় দিনের শেষে ২৯৬ রান পিছিয়ে যাওয়ার পরে ভারতীয় দল পিচ নিয়ে মুখ খুলল। ওভালের পিচ নাকি এখন আর আগের মতো নেই। এমনটাই বললেন এই মাঠে তিনটি অর্ধশতরান করা মুম্বইকর। এখন আইসিসি কোনও পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.