WT20, IND vs PAK: সোশ্যাল মিডিয়ায় তীব্র অপমানিত Mohammed Shami, প্রতিবাদ জানালেন Virender Sehwag
পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারতেই নেট নাগরিকদের কাছে 'ভিলেন' বনে গিয়েছেন মহম্মদ শামি।
নিজস্ব প্রতিবেদন: ২০১৫ কিংবা ২০১৯ সালের বিশ্বকাপ, পাকিস্তানের ব্যাটিংকে একাই শেষ করে দিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। তবে রবিবারের ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ১০ উইকেটে হারতেই নেট নাগরিকদের কাছে কার্যত রাতারাতি 'ভিলেন' বনে গিয়েছেন ভারতীয় দলের (Team India) এই জোরে বোলার। যদিও 'সহেসপুর এক্সপ্রেস'-এর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।
The online attack on Mohammad Shami is shocking and we stand by him. He is a champion and Anyone who wears the India cap has India in their hearts far more than any online mob. With you Shami. Agle match mein dikado jalwa.
— Virender Sehwag (@virendersehwag) October 25, 2021
দুই পাক ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে শামি ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছিলেন। এরপর ম্যাচ শেষ হতেই শামিকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা শুরু হয়। ইনস্টাগ্রামে শামির ছবির নীচে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয়। এমনকি তিনি নাকি পাকিস্তানের থেকে টাকা নিয়েছেন! এমন মারাত্মক অভিযোগ তোলা হয়েছে। তবে শামির পাশেও দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ। ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli)দিকে প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করলেন যে, 'বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানালেন। সতীর্থের বিরুদ্ধে যে আক্রমণ চলছে, তাতে সতীর্থের পাশেও দাঁড়ান।'
আরও পড়ুন: WT20, IND vs PAK: পাক ক্রিকেটারের স্বপ্নপূরণ করলেন MS Dhoni
Sanghis have started abusing Md. Shami after the loss.
After the racist attacks against few English players at Euro, the team came in support of them.
India's hockey skipper Rani Rampal criticized casteist remarks against a teammate.
Your move, @imVkohli and everyone else. pic.twitter.com/38Rx1BaA52
— Abhishek Baxi (@baxiabhishek) October 24, 2021
Hey Team India how about taking the knee for your team mate Mohd Shami? He does not deserve this vile hate & bigotry. @BCCI @imVkohli @ImRo45 @msdhoni https://t.co/tGsCnslB74
— Harneet Singh (@Harneetsin) October 24, 2021
এ দিকে প্রতিবাদ জানিয়ে বীরু টুইটারে লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে আক্রমণ করার তীব্র প্রতিবাদ জানাই। বরাবরের মতো এ বারও শামির পাশে আছি। ও সত্যিকারের চ্যাম্পিয়ন। তবে শুধু শামি নয়, জাতীয় দলের জার্সি গায়ে চাপানো সব ক্রিকেটাররা আমাদের হৃদয়ে রয়েছে। শামি পরের ম্যাচগুলোতে আগুন জ্বালিয়ে দাও।'