শুধু উইকেটরক্ষক হিসেবে নয়, ব্যাটেও ভালো রান চান ঋদ্ধিমান সাহা
শ্রীলঙ্কা সফরের পুনরাবৃত্তি ওয়েস্ট ইন্ডিজে করতে চান ঋদ্ধিমান সাহা। শুধু উইকেটরক্ষক হিসেবে নয়, টেল এন্ডারদের সঙ্গে ব্যাট হাতেও দলকে সাহায্য করতে চান ঋদ্ধি।ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু পিচ দ্রতগতির আবার বেশ কিছু পিচ অত্যন্ত স্লো। সেকথা মাথায় উইকেট কিপিংয়ের টেকনিকেও কিছু পরিবর্তন করতে চান ঋদ্ধিমান। দলে না থাকলেও এব্যাপারে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনির পরামর্শ। আশা এবার তিনি ভালো পারফর্ম করবেন।
ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কা সফরের পুনরাবৃত্তি ওয়েস্ট ইন্ডিজে করতে চান ঋদ্ধিমান সাহা। শুধু উইকেটরক্ষক হিসেবে নয়, টেল এন্ডারদের সঙ্গে ব্যাট হাতেও দলকে সাহায্য করতে চান ঋদ্ধি।ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু পিচ দ্রতগতির আবার বেশ কিছু পিচ অত্যন্ত স্লো। সেকথা মাথায় উইকেট কিপিংয়ের টেকনিকেও কিছু পরিবর্তন করতে চান ঋদ্ধিমান। দলে না থাকলেও এব্যাপারে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনির পরামর্শ। আশা এবার তিনি ভালো পারফর্ম করবেন।
বেঙ্গালুরুতে চলছে ভারতের প্রস্তুতি শিবির। শুক্রবার ম্যাচ সিচুয়েশনে অনুশীলন করে ভারতীয় দল। অনিল কুম্বলের কড়া নজরদারিতে দীর্ঘক্ষণ এই অনুশীলন করেন বিরাট কোহলিরা।