মুম্বই টেস্টেও ঋদ্ধিমান সাহাকে বিশ্রাম দেওয়া হতে পারে

মুম্বই টেস্টেও ঋদ্ধিমান সাহাকে বিশ্রাম দেওয়া হতে পারে। অন্তত নির্বাচকদের তেমনই ইঙ্গিত। ভারতের এই উইকেটরক্ষকের বাঁ থাইয়ের চোটের চিকিত্সা চলছে। এনসিএতে রিহ্যাবও চলছে। তবে এখনও ভারতীয় দলের ফিজিও ঋদ্ধিকে ফিট ঘোষণা করেননি। স্বাভাবিকভাবেই মুম্বই টেস্টে তাই অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। ফলে মুম্বইতে ফের উইকেটের পিছনে পার্থিব প্যাটেলেরই দাঁড়ানোর সম্ভবনা প্রবল।

Updated By: Dec 4, 2016, 11:18 PM IST
মুম্বই টেস্টেও ঋদ্ধিমান সাহাকে বিশ্রাম দেওয়া হতে পারে

ওয়েব ডেস্ক: মুম্বই টেস্টেও ঋদ্ধিমান সাহাকে বিশ্রাম দেওয়া হতে পারে। অন্তত নির্বাচকদের তেমনই ইঙ্গিত। ভারতের এই উইকেটরক্ষকের বাঁ থাইয়ের চোটের চিকিত্সা চলছে। এনসিএতে রিহ্যাবও চলছে। তবে এখনও ভারতীয় দলের ফিজিও ঋদ্ধিকে ফিট ঘোষণা করেননি। স্বাভাবিকভাবেই মুম্বই টেস্টে তাই অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। ফলে মুম্বইতে ফের উইকেটের পিছনে পার্থিব প্যাটেলেরই দাঁড়ানোর সম্ভবনা প্রবল।

আরও পড়ুন মোদী শাস্তির হুমকি দিতেই উল্টো স্রোত!

করুন নায়ারকে ছেঁটে ফেলা হতে পারে চতুর্থ টেস্টের দল থেকে। চোট কাটিয়ে ভারতীয় দলে ঢুকতে পারেন লোকেশ রাহুল। বিয়ের জন্য ইশান্ত শর্মাকে আগেই দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন    মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলল রাজ্য বিজেপি

.