Babita Phogat | WFI: যৌন হেনস্থা কাণ্ড খতিয়ে দেখার পরিদর্শক কমিটিতে এলেন ববিতা

Wrestler Babita Phogat Joins Oversight Committee Probing: ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্র গঠন করেছে পরিদর্শক কমিটি। এই কমিটিতে এলেন প্রাক্তন কুস্তিগীর ববিতা ফোগাট। 

Updated By: Jan 31, 2023, 09:33 PM IST
Babita Phogat | WFI: যৌন হেনস্থা কাণ্ড খতিয়ে দেখার পরিদর্শক কমিটিতে এলেন ববিতা
পরিদর্শক কমিটিতে এলেন ববিতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জাতীয় কুস্তি সংস্থার সভাপতি (Wrestling Federation of India, WFI) ব্রিজভূষণ শরন সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে ওঠা, যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে, গত ২৩ জানুয়ারি গঠন করা হচ্ছে বিশেষ পরিদর্শক কমিটি (ওভারসাইট কমিটি)। যাঁর মাথায় রয়েছেন কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম (Mary Kom)। এবার এই কেন্দ্রীয় তদন্ত কমিটিতে যোগ করা হল কমনওয়েলথ গেমসে সোনা জয়ী কুস্তিগীর ববিতা ফোগাটকে (Babita Phogat)। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'প্রাক্তন কুস্তিগীর ববিতা ফোগাটকে ওভারসাইট কমিটির প্যানেলে অন্তর্ভুক্ত করা হল। কেন্দ্রীয় যুবকল্যাণ মন্ত্রকের দ্বারা গঠিত এই কমিটি সর্বভারতীয় কুস্তি সংস্থার দৈনন্দিন প্রশাসনিক কাজ দেখভাল করছে।'

এই প্যালেনের ষষ্ঠ সদস্য হলেন ববিতা। অলিম্পিয়ান কুস্তিগীর যোগেশ্বর দত্ত, ভারতীয় অলিম্পিক সংস্থার কর্মসমিতির প্রতিনিধি ও ধ্যানচাঁদ পুরস্কারপ্রাপ্ত তৃপ্তি মুরগুন্ডে, মিশন অলিম্পিক সেলের সদস্য রাধিকা শ্রীমান ও সাইয়ের প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর রাজেশ রাজাগোপালন আগেই ছিলেন। এই কমিটি চার সপ্তাহ ধরে তদন্ত করে দেখবে কুস্তি সংস্থার বিরুদ্ধে আনা যাবতীয় দুর্নীতি, আর্থিক অস্বচ্ছ্বতা, যৌন নির্যাতন, প্রশাসনিক ত্রুটির অভিযোগ। কুস্তি সংস্থায় স্বচ্ছ্বতা আনতে ও পুরুষ ও মহিলা কুস্তিগিরদের সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। 

আরও পড়ুন: U19 Womens T20 World Cup: ঝুলনের পর বিশ্বমঞ্চে কাপজয়ী তিন বঙ্গ তনয়া রিচা, তিতাস, ঋষিতা! জেনে নিন ওদের উত্থান

অন্যদিকে যৌন হেনস্থার অভিযোগ তদন্ত করে দেখছে দ্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ওরফে আইওএ। সেখানেও রয়েছেন আইওএ সদস্য মেরি কম। আছেন দোলা বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা অশোক, যোগেশ্বর দত্ত ও সহদেব যাদব এই কমিটিতে রয়েছেন। রয়েছেন দুই উকিলও। আইওএ জানিয়েছে যে, তারা তদন্তের খাতিরে অভিযোগকারীদের ডেকে পাঠাবে। জাতীয় ভারোত্তোলন সংস্থার সভাপতি ও এই কমিটির অন্যতম সদস্য সহদেব যাদব জানিয়েছেন, 'আমরা বসে সকলের কথা শুনে নিরপেক্ষ তদন্ত করার চেষ্টা করব। আশা করি সুবিচার হবে।'এখন দেখার কত তাড়াতাড়ি বিষয়টির নিস্পত্তি হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.