WATCH: এবার Pathaan ঝড়ে কাবু David Warner! সাজলেন Shah Rukh Khan

David Warner's hilarious video paying tribute to Shah Rukh Khan's Pathaan goes viral: শাহরুখ খানের পাঠান সুনামি আছড়ে পড়েছে সারা বিশ্বে। সেই ঢেউ এসে লেগেছে ডেভিড ওয়ার্নারের গায়েও। এবার ওয়ার্নার তাঁর মতো করে শ্রদ্ধা জানালেন কিং খানকে।

Updated By: Jan 31, 2023, 08:07 PM IST
WATCH: এবার Pathaan ঝড়ে কাবু David Warner! সাজলেন Shah Rukh Khan

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan)। পুরোদস্তুর বলিউডি মশলাদার-রংচংয়ে ছবি। সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) স্পাই-থ্রিলারের হাত ধরে শাহরুখের রাজার মতো কামব্যাক রীতিমতো চর্চায়। পাঁচদিনে বক্স অফিসে (Pathaan box office collection Day) ৫৪২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ভারত এবং মার্কিন মুলুকে বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। পাঠানের সাফল্য নিয়ে সর্বত্র চর্চা চলছে। এবার পাঠান ঝড়ে কাবু অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। এবার তিনি সাজলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 

ওয়ার্নার শুধুই ব্যাট হাতে ঝড় তোলেন না, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত চার-ছক্কা হাঁকান অবলীলায়। বিভিন্ন অবতারে ধরা দিয়ে ফ্যানদের মন জয়ে করে নেওয়ার মন্ত্র জানেন তিনি। ওয়ার্নার কখনও ফেস সোয়াপিং অ্যাপের মাধ্যমে অভিনেতাদের মুখের আদল নিজের মুখে বসিয়ে নেন, তো কখনও ইনস্টাগ্রামে নেচে-গেয়ে মাতিয়ে দেন। এবার কিং খানের মুখ বসালেন নিজের মুখে। ওয়ার্নার ইতিমধ্যেই দেখে ফেলেছেন পাঠান। ভিডিয়োতে ক্যাপশনে লিখেও দিয়েছেন যে, ছবি তাঁর দারুণ লেগেছে। ভারতে আইপিএল খেলার সুবাদে ওয়ার্নার অত্যন্ত জনপ্রিয় ফ্যানদের মধ্যে। আর কিছু দিনের মধ্যেই তিনি পা রাখবেন ভারতে। বর্ডার-গাভাসকর ট্রফি খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। 

আরও পড়ুনSteve Smith | Border-Gavaskar Trophy: ভারতের পিচ নিয়ে বিস্ফোরক স্মিথ! 'ফাইনাল ফ্রন্টিয়ার' তত্ত্ব পাঠালেন মাঠের বাইরে

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আধুনিক প্রজন্মের অন্যতম সেরা তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ১৭ হাজারের ওপর রান করেছেন। টেস্টে করেছেন ৮১৩২ রান। ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক আঙিনায় ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি আছে ওয়ার্নারের। এহেন ওয়ার্নার এবার কেরিয়ার নিয়ে বড় কথা বলে দিলেন। সাফ জানিয়ে দিলেন যে, আগামী বছর টি-২০ বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকলেও, তিনি চলতি বছরেই শেষ করতে চান আন্তর্জাতিক কেরিয়ার। ভারতে বর্ডার-গাভাসকর ট্রফি ও অ্যাশেজ সিরিজ জয়ের ইচ্ছাও রয়েছে ওয়ার্নারের।

১৮ জনের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিঁও, ল্যান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশঁ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ডেভিড ওয়ার্নার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.