ফুটবলের `ফার্স্ট বয়`দের রুখে দিল ৮৭ নম্বররা
বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বে অপ্রত্যাশিতভাবে আটকে গেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফিফা ক্রমতালিকায় ৮৭ নম্বর স্থানে থাকা ফিনল্যান্ড রুখে দিল বিশ্ব ফুটবলের ফার্স্ট বয়ের দেশেরা। সার্গিও রামোসের গোলে এগিয়ে থেকেও জিততে পারল না ভিনসেন্ট দেল বস্কে-র দল। খেলা শেষ হওযার বারো মিনিট আগে ফিনল্যান্ডকে সমতায় ফেরান টিমু পুক্কি। ইকের ক্যাসিয়াস,কার্লোস পুয়োল,জ্যাভিকে ছাড়াই ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল স্পেন।
স্পেন (১) ফিনল্যান্ড (১)।। জার্মানি (৩) কাজাকাস্তান (০)
বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বে অপ্রত্যাশিতভাবে আটকে গেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফিফা ক্রমতালিকায় ৮৭ নম্বর স্থানে থাকা ফিনল্যান্ড রুখে দিল বিশ্ব ফুটবলের ফার্স্ট বয়ের দেশেরা। সার্গিও রামোসের গোলে এগিয়ে থেকেও জিততে পারল না ভিনসেন্ট দেল বস্কে-র দল। খেলা শেষ হওযার বারো মিনিট আগে ফিনল্যান্ডকে সমতায় ফেরান টিমু পুক্কি। ইকের ক্যাসিয়াস,কার্লোস পুয়োল,জ্যাভিকে ছাড়াই ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল স্পেন।
অন্যদিকে গ্রুপ সি-র ম্যাচে সহজ জয় পেল জার্মানি। কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়ে দিল জোয়াকিম লো-র দল।প্রথমার্ধে বাস্তিন সোয়াইনস্টেইগার আর মারিও গোয়েটজে-র গোলে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে জার্মানির হয়ে অপর গোলটি করেন বায়ার্নের তারকা স্ট্রাইকার টমাস মুলার। এই জয়ের ফলে পাঁচ ম্যাচে জার্মানির পয়েন্ট দাঁড়াল তেরো।
বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বের অপর একটি ম্যাচে জর্জিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স।