বিশ্বকাপের ফাইনালে যে যে রেকর্ড হল ...
ষষ্ঠ দল হিসেবে একাধিকবার বিশ্বকাপ জেতার রেকর্ড করল ফ্রান্স।
নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপ যেন রেকর্ডের বিশ্বকাপ। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নিল ফরাসিরা। রবিবার মস্কোয় ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া মেগা ফাইনালেও হয়ে গেল একগুচ্ছ রেকর্ড।
আরও পড়ুন - এমবাপেকে শুভেচ্ছা পেলের
* ষষ্ঠ দল হিসেবে একাধিকবার বিশ্বকাপ জেতার রেকর্ড করল ফ্রান্স। এর আগে একাধিকবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল(৫ বার), জার্মানি(৪ বার), ইতালি(৪ বার), আর্জেন্টিনা(২ বার) এবং উরুগুয়ে(২ বার)। একটি করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড এবং স্পেন।
* ১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম ফাইনালে কোনও দল অন্তত ৩টি গোল করল। আগের কীর্তিটাও ছিল ফ্রান্সেরই।
* ফাইনালে সব মিলিয়ে হয়েছে ৬টি গোল। এর আগে ফাইনালে ৬ গোল হয়েছে ১৯৩০, ১৯৩৮ ও ১৯৬৬-র বিশ্বকাপে। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে হয়েছিল ৭ গোল।
* বিশ্বকাপ ফাইনালে গোল করা কিলিয়ান এমবাপের বয়স ১৯ বছর ২০৭ দিন। এর চেয়ে কম বয়সে ফাইনালে গোল করেছেন কেবল পেলে (১৯৫৮ বিশ্বকাপে, ১৭ বছর ২৪৯ দিন বয়সে)।
* তৃতীয় কনিষ্ঠ হিসেবে বিশ্বকাপ জিতলেন এমবাপে। পেলে জিতেছিলেন ১৭ বছর বয়সে, ইতালির গিসেপে বার্হোমি জিতেছিলেন ১৮ বছর বয়সে। ১৯ বছর বয়সে জিতলেন এমবাপে।
* বিশ্বকাপ ফাইনালে আত্মঘাতী গোল করা প্রথম ফুটবলার ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ।
* কোচ এবং ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয়ী তৃতীয় ব্যক্তি হলেন দিদিয়ে দেশঁ। এর আগে এই কীর্তি ছিল জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং ব্রাজিলের মারিও জাগালো।
* সর্বশেষ চার বিশ্বকাপের ফাইনালেই ফরাসি ক্লাব মোনাকোর গোলরক্ষক খেলেছেন। এবং হেরেছে। ২০০৬-এ ফাবিয়ান বার্থেজ, ২০১০-এ মার্তেন স্তেকেলেনবার্গ, ২০১৪-তে সার্জিও রোমেরো এবং ২০১৮ সালে ড্যানিয়েল সুবাসিচ।
আরও পড়ুন - বিশ্বকাপ ফাইনালে প্রথম আত্মঘাতী গোল!