জুন-জুলাইয়ের চাঁদি ফাটা গরমে হবে না কাতার বিশ্বকাপ, জানাল ফিফা

অনেক জল্পনার পর অবশেষে ২০২২ কাতার বিশ্বকাপে সময় পরিবর্তনের কথা ঘোষণা কর ফিফা। জুন-জুলাই মাসের তীব্র দাবদাহের গরমের বদলে ২০২২ কাতার বিশ্বকাপ হবে শীতে। এই কথা জানিয়ে ফিফার সচিব জেরমো ভালকে জানান, জুন-জুলাইয়ে নয় ২০২২ বিশ্বকাপ আয়োজিত হবে ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে কোনও একটা সময়ে।

Updated By: Jan 8, 2014, 05:50 PM IST

-------------------------------------------------------------------------
অনেক জল্পনার পর অবশেষে ২০২২ কাতার বিশ্বকাপে সময় পরিবর্তনের কথা ঘোষণা কর ফিফা। জুন-জুলাই মাসের তীব্র দাবদাহের গরমের বদলে ২০২২ কাতার বিশ্বকাপ হবে শীতে। এই কথা জানিয়ে ফিফার সচিব জেরমো ভালকে জানান, জুন-জুলাইয়ে নয় ২০২২ বিশ্বকাপ আয়োজিত হবে ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে কোনও একটা সময়ে।

জুন-জুলাই কাতারের তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রির কাছাকাছি। এমন তাপমাত্রা ফুটবল খেলা অসম্ভব বলে সবাই মেনে নিয়েছিলেন। তাই সব রেওয়াজ ভেঙে সময় পরিবর্তনের দাবি উঠেছিল। কিন্তু বিশ্বকাপ জুন-জুলাই থেকে নভেম্বর-ডিসেম্বরে সরালে বিশ্বের ফুটবল ক্যালেন্ডার এলোমেলো হয়ে যাবে৷ এই সময় শুধু বিভিন্ন দেশের ক্লাবরা লিগে খেলার জন্যই ব্যস্ত থাকে না, খেলা পড়ে চ্যাম্পিয়ন্স লিগেরও৷ ওই সময়ে পুরোদমে চলে এনএফএলও৷

যা টিভি সম্প্রচারের ক্ষেত্রে একনম্বর জায়গা দখল করে রাখে৷ ওই সময়ে বিশ্বকাপ সম্প্রচার নিয়েও তাই সমস্যা হতে পারে৷ এমন সমস্যার জন্য ফিফা তৈরি করেছিল টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল। ফিফা সভাপতি শেপ ব্লাটারও বারবার বলেছেন কাতারে জুন-জুলাই মাসে বিশ্বকাপ কখনই আয়োজন হতে পারে না।

অবশেষে কাতার বিশ্বকাপের সময় পরিবর্তন হল। এখন দেখার ক্লাবদলগুলি এই সময় পরিবর্তনকে কীভাবে নেয়। তবে নিশ্চিত বলার ফিফার বিরুদ্ধে এবার মাঠে নামতে চলেছে ইউরোপের সব ক্লাবেরা। কারণ সময় পরিবর্তনের সবচেয়ে বড় ঝটকাটা তাদের ওপরেই পড়তে চলেছে।

.