ডার্বির আগেই কলকাতা লিগ জিতে ফেলল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল (২) কালীঘাট মিলন সংঘ (০)

এক ম্যাচ বাকি থাকতেই কলকাতা প্রিমিয়র লিগ জিতে ফেলল ইস্টবেঙ্গল। এই নিয়ে পরপর চারবার কলকাতা লিগে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। কালীঘাট মিলন সংঘকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল আর্মান্দো কোলাসোর দল। ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ২৮ পয়েন্ট।

এই ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। এই নিয়ে ৩৫ বার লিগ জিতল ইস্টবেঙ্গল। টানা চারবার লিগ জেতার পর ইস্টবেঙ্গলের সামনে সত্তর থেকে পঁচাত্তর টানা ছবার লিগ জয়ের নজির ছোঁয়ার হাতছানি। এদিন ম্যাচে গোল করেন মোগা আর চিড্ডি। এবারের কলকাতা লিগে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল অপরাজিত। তাই মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের আগামী সপ্তাহের ডার্বি ম্যাচে একটাই গুরুত্ব থাকল। সেদিন ডার্বিতে না হারলে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবেন চিডি, সুয়েকারা।

২৩ মিনিটে মোগার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন চিডি। খেলার একেবারে শেষের দিকে পেনাল্টি মিস করেন সুয়েকা।

English Title: 
east bengal win kolkata premire league
Home Title: 

ডার্বির আগেই কলকাতা লিগ জিতে ফেলল ইস্টবেঙ্গল

No
19229
Is Blog?: 
No
Section: