জানেন কেন চেতেশ্বর পুজারা অর্জুন পুরস্কার নিতে যাবেন না?

Updated By: Aug 28, 2017, 04:16 PM IST
 জানেন কেন চেতেশ্বর পুজারা অর্জুন পুরস্কার নিতে যাবেন না?

ওয়েব ডেস্ক: ভারত আর শ্রীলঙ্কা এখন ব্যস্ত একদিনের ম্যাচের সিরিজ খেলতে। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হলেই হবে টি২০ ম্যাচ। কিন্তু, বিরাট কোহলির দল থেকে অনেক দূরে রয়েছেন চেতেশ্বর পুজারা। আসলে তিনি নিজেকে একেবারেই টেস্ট ক্রিকেটার হিসেবে তৈরি করেছেন। তাই সীমিত ওভারের ক্রিকেটে, তাঁকে দেখা যায় না। তাবলে, এই সময়টা মোটেও বসে নেই পুজারাও। তিনি এখন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত। এইবার চেতেশ্বর পুজারা পেয়েছেন অর্জুন পুরস্কারও। কিন্তু, পুজারা জানিয়ে দিয়েছেন যে, তাঁর পক্ষে এই পুরস্কার নিতে যাওয়া সম্ভব হবে না। কারণ, তিনি তো এখন কাউন্টি ক্রিকেট খেলছেন।

আরও পড়ুন জন্টি, ইনজামান, পন্টিংদের থেকে অনেক এগিয়ে গেলেন ধোনি

সোশ্যাল মিডিয়ায় চেতেশ্বর পুজারা লিখেছেন, 'অর্জুন পুরস্কার পেয়ে আমি গর্বিত। এই পুরস্কার আমাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং আরও ভাল খেলতে সাহায্য করবে। যদিও খুব দুর্ভাগ্যজনকভাবে আমি উপস্থিত থেকে পুরস্কারটি নিতে পারবো না। কারণ, আমি যে নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছি। আজ আমি যা, তা তো ক্রিকেট খেলেই। অর্জুন পুরস্কারও তো ক্রিকেটের জন্যই পাওয়া। তাই ক্রিকেট খেলা মাঝপথে ছেড়ে যাব কীভাবে?'

আরও পড়ুন  জানেন, ২০১৯ বিশ্বকাপে ধোনির খেলা নিয়ে কী বললেন সেহেবাগ?

.