Womens Emerging Asia Cup 2023: বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে এশিয়ার সেরা ভারতের প্রমীলাবাহিনী

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক শ্বেতা শেরাওয়াত। দীনেশ ভ্রিন্দা ২৯ বলে ৩৬ রান করেন। কনিকা ২৩ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তোলে ভারত।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 21, 2023, 02:12 PM IST
Womens Emerging Asia Cup 2023: বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে এশিয়ার সেরা ভারতের প্রমীলাবাহিনী
এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশিতভাবেই উইমেন্স এমার্জিং এশিয়া কাপ (Womens Emerging Asia Cup 2023) জিতল ভারত (India A)। প্রতিযোগিতায় আগাগোড়া দাপট দেখিয়েছিল শ্বেতা শেরাওয়াতের (Shweta Sehrawat) প্রমীলাবাহিনী। বাংলাদেশের (Bangladesh A) বিরুদ্ধে মেগা ফাইনালেও ধারাবাহিকতা বজায় রাখল ভারতীয় দল। দুই বোলার শ্রেয়াঙ্কা পাটিল (Shreyanka Patil) ও মান্নত ক্যাশপের (Mannat Kashyap) দাপটে ৩১ রানে বিপক্ষকে উড়িয়ে দিল তিতাস সাধু (Titas Sadhu)-কনিকা আহুজারা (Kanika Ahuja)। 

বুধবার অর্থাৎ ২১ জুন, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক শ্বেতা শেরাওয়াত। দীনেশ ভ্রিন্দা ২৯ বলে ৩৬ রান করেন। কনিকা ২৩ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

আরও পড়ুন: Virat Kohli: অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে ১২ বছর পার! বিরাটের ১২টি অজানা তথ্য

আরও পড়ুন: Murder During Cricket Match: মাত্র ১০ টাকার বাজিতে কড়া 'শাস্তি'! বোলারকে গলা টিপে খুন করল ব্যাটার

শ্রেয়াঙ্কা পাটিল ১৩ রানে ৪ উইকেট নিয়েছে। মান্নত ক্যাশপের ঝুলিতে এসেছে ২০ রানে ৩ উইকেট। ২৩ রানে ২ উইকেট নিয়েছে কনিকা কাশ্যপ। বাংলার তিতাসও দাপট দেখিয়েছে। বঙ্গতনয়া নিয়েছে ১৪ রানে ১ উইকেট। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.