মাত্র ৫.২৫ মিনিটে ১.৬ কিমি দৌড়ে নেট দুনিয়ায় তোলপাড় ফেলেদিলেন ৯ মাসের গর্ভবতী অ্যাথলিট

মিলার আরও জানিয়েছেন, ট্রেনিংয়ের ফলে সন্তানের যাতে কোনও ক্ষতি  না হয় তার জন্য চিকিত্সকদের নজরদারিতেই ছিলাম

Updated By: Oct 18, 2020, 04:38 PM IST
মাত্র ৫.২৫ মিনিটে ১.৬ কিমি দৌড়ে নেট দুনিয়ায় তোলপাড় ফেলেদিলেন ৯ মাসের গর্ভবতী অ্যাথলিট

নিজস্ব প্রতিবেদন: মাত্র ৫ মিনিট ২৫ সেকেন্ড ১.৬ কিলোমিটার দৌড়ে নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিলেন অ্যাথলিট মাকেন্না মিলার। কিন্তু তার থেকেও বড় খবর হল তিনি ওই পথ দৌড়েছেন ৯ মাসের প্রেগনেন্সি নিয়ে।

পড়ুন-ভাঙল বাড়ি, দাপিয়ে বেড়াচ্ছে ৫০-৬০টি হাতি

সাধারণভাবে একজন স্বাস্থ্যবান মানুষের যদি নিয়মিত দৌড়নোর অভ্যেস থাকে তাহলে তিনি ওই রাস্তা দৌড়তে পারবেন ৯-১০ মিনিটে। কিন্তু ভারী শরীর নিয়ে মাকেন্না মিলার তা পার করেছেন তার অর্ধেক সময়ে।

সংবাদমাধ্যমে মিলার বলেন, আমারও কোনও ধারনা ছিল না যে এই অবস্থায় ওই সময়ের মধ্যে এতটা দৌড়তে পারব। গত কয়েক মাস ধরে এর জন্য প্রস্ততি নিয়েছিলাম।

প্রেগনেন্সি ও করোনার কারণ ট্রেনিং যেন বন্ধ না থাকে তার জন্য আগে থেকেই চিকিত্সকরদের পরামর্শ নিয়েছিলেন মিলার। মিলার বলেন, প্রেগনেন্সির কারণে ট্রেনিংয়ের ধরনই বদলে গিয়েছিল। সপ্তাহে ৩ বার কড়া ওয়ার্কআউট করতাম।

পড়ুন-কৃষিনীতির প্রতিবাদে দল ছাড়লেন বিজেপির শীর্ষ নেতা!

মিলার আরও জানিয়েছেন, ট্রেনিংয়ের ফলে সন্তানের যাতে কোনও ক্ষতি  না হয় তার জন্য চিকিত্সকদের নজরদারিতেই ছিলাম। তাঁদের অনুমতি মেলার পরই দৌড়ে নেমেছিলাম।

.